সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামাস-ইজরায়েল-ইরান সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এই অবস্থায় গত ২ আগস্ট দিল্লি থেকে তেল আভিভের যাবতীয় উড়ান বাতিল করেছিল এয়ার ইন্ডিয়া। ৮ আগস্ট অবধি বাতিল ছিল উড়ান চলাচল। শুক্রবার নতুন করে বিবৃতি দিয়ে উড়ান সংস্থা জানাল, আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিল্লি থেকে তেল আভিভগামী সমস্ত উড়ান। পরবর্তী নোটিসে জানানো হবে, কবে থেকে উড়ান চলাচল ফের স্বাভাবিক হবে।
এক্স হ্যান্ডেলে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, “মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে পরবর্তী নোটিস জারি না হওয়া পর্যন্ত তেল আভিভের যাবতীয় উড়ান বাতিল থাকছে।” এইসঙ্গে ভারতীয় উড়ান সংস্থার তরফে আরও বলা হয়েছে, সংরক্ষিত টিকিটের যাবতীয় মূল্য যাত্রীদের ফেরানো হবে। যাত্রী সুরক্ষায় সংস্থা এবং তার কর্মীদের অন্যতম লক্ষ্য। বিমান বাতিল এবং টিকিটের মূল্য ফেরত দেওয়া নিয়ে যাত্রীদের জন্য চালু হয়েছে হেল্পলাইন নম্বর। সেগুলি হল—০১১-৬৯৩২৯৩৩৩/০১১-৬৯৩২৯৯৯৯।
উল্লেখ্য, গত ৩০ জুলাই, মঙ্গলবার, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান হানিয়েহ। এর কয়েক ঘণ্টা পরই খুন করা হয় তাঁকে। খামেনেই-সহ ইরানের শীর্ষ নেতাদের মতে, ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদই হত্যা করেছে হামাস প্রধানকে। তারই বদলা নিতে পেজেস্কিয়ান ও সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেন খামেনেই। সেখানেই ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন ইরানের সুপ্রিম লিডার। যদিও এই ঘটনার দায় স্বীকার করেনি ইজরায়েল। সংঘাতপূর্ণ এই আবহে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ২ আগস্ট থেকে তেল আভিভের যাবতীয় উড়ান বাতিল করে এয়ার ইন্ডিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.