Advertisement
Advertisement

Breaking News

Air India

বিক্ষোভ দমনে ছাঁটাই! ‘গণছুটি’ নেওয়া কেবিন ক্রুদের একসঙ্গে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

বিক্ষোভ দমন করতে প্রতিবাদী কর্মীদের চাকরি থেকে ছেঁটে ফেলছে টাটা গোষ্ঠীর সংস্থা।

Air India Express sacks employees who called in 'sick'

প্রতীকী ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:May 9, 2024 9:08 am
  • Updated:May 9, 2024 9:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়ায় (Air India) চূড়ান্ত অব্যবস্থা অব্যাহত। এবার কড়া অবস্থান কর্তৃপক্ষের। গণছুটি নেওয়ার অপরাধে একসঙ্গে বহু সিনিয়র কেবিন ক্রু-কে বরখাস্ত করল দেশের বৃহত্তম বিমান সংস্থা। ওই কর্মীদের ইমেল মারফৎ জানিয়ে দেওয়া হয়েছে গণহারে ছুটি নিয়ে তাঁরা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। তাছাড়া এভাবে বিনা নোটিসে ছুটি নেওয়াটা কোম্পানির নিয়মের বিরুদ্ধে।

আসলে টাটাদের (Tata) হাতে যাওয়ার পর থেকেই এয়ার ইন্ডিয়ায় চরম অব্যবস্থা চলছে। যার প্রতিবাদে মঙ্গলবার থেকে কার্যত অঘোষিত ধর্মঘটে এয়ার ইন্ডিয়ার সিনিয়র কেবিন ক্রু’রা। বুধবার ৩০০ জন সিনিয়র কেবিন ক্রু একেবারে শেষ মুহূর্তে জানান, তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় তাঁদের মোবাইল ফোনও। চেষ্টা করেও তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি কর্তৃপক্ষ। যারা জেরে বুধবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) শতাধিক আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় উড়ান বাতিল করে দিতে হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘নোংরা নয়াদিল্লিতে স্বাগত’, রাজধানীর আবর্জনার ভিডিও পোস্ট ডেনমার্কের রাষ্ট্রদূতের]

কেন একসঙ্গে এত কর্মী ছুটিতে? আসলে টাটা গোষ্ঠীর সংস্থাটিতে নতুন যে চাকরির শর্ত দেওয়া হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন কর্মীরা। মনে করা হচ্ছে, এদিনের ‘গণ অসুস্থতা’র পিছনেও সেটাই কারণ। গত মাসে এয়ার ইন্ডিয়া (Air India) এক্সপ্রেস কেবিন ক্রুদের একটি অংশের প্রতিনিধিত্বকারী এক ইউনিয়ন অভিযোগ করে, বিমান সংস্থাটিতে চূড়ান্ত অব্যবস্থা চলছে। এবং কর্মীদের সঙ্গে আচরণেও সমতার অভাব রয়েছে। এর পরই গণছুটি নেন কর্মীরা। এমনকী শ্রমিক কমিশনও এ নিয়ে এয়ার ইন্ডিয়াকে নোটিস দেয়।

[আরও পড়ুন: সংসদে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে গেলেন না বিজেপির কেউ! ‘বাংলা বিরোধী’ তত্ত্বে সরব তৃণমূল

তবে কর্তৃপক্ষ শ্রমিকদের অসুবিধা নিয়ে এখনও মুখ খোলেনি। উলটে বিক্ষোভ দমন করতে প্রতিবাদী শ্রমিকদের গণহারে ছাঁটাই করা শুরু করল টাটা গোষ্ঠীর সংস্থা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement