সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “হাম ভি কিসিসে কম নহি৷” চোখে মুখে এমন আত্মবিশ্বাস নিয়েই নজির গড়লেন একদল সাহসী মহিলা৷ ফের নারীশক্তি তাক লাগিয়ে দিল গোটা দুনিয়াকে৷ এবার আকাশ পথে৷ কোনও পুরুষ নয়, শুধুমাত্র মহিলা ক্রু নিয়ে সান ফ্রান্সিসকো পাড়ি দিল এয়ার ইন্ডিয়ার বিমান৷ প্রথমবার এই সংস্থার কোনও বিমান পুরুষ বিমানকর্মী ছাড়াই উড়ে গিয়েছিল নিজের গন্তব্যে৷ আবার নিরাপদে ফিরেও আসে৷
বিবিসি সূত্রে খবর, গত সোমবার রাজধানী দিল্লি থেকে রওনা দিয়েছিল এই যাত্রীবাহী বিমানটি৷ শুক্রবার সান ফ্রান্সিসকো থেকে ফের রাজধানীতে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমান৷ জানা গিয়েছে, বোয়িং ৭৭৭-এর বিমানটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে মার্কিন মুলুকে প্রবেশ করেছিল৷ আর ফেরার সময় আটলান্টিক অতিক্রম করেছিল সেটি৷ এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, গ্রাউন্ড স্টাফ থেকে শুরু করে এয়ার ট্রাফিক কন্ট্রোলার পর্যন্ত সকলেই ছিলেন মহিলা৷ যাত্রীদের উড়ানের সবরকম দায়িত্ব দক্ষ হাতে পালন করতে সফলও হন তাঁরা৷ আর সেই কারণেই এই অভিনব সফরকে গিনেস বুকে অন্তর্ভূক্ত করতে চায় বিমান সংস্থাটি৷ ইতিমধ্যেই এ বিষয়ে আর্জিও জানিয়েছে এয়ার ইন্ডিয়া৷
আগামী ৮ মার্চ বিশ্ব জুড়ে পালিত হবে আন্তর্জাতিক নারীদিবস৷ সেই উপলক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছিল এয়ার ইন্ডিয়া৷ তবে মহিলাদের নিয়ে এর আগেও ভেবেছে এই সংস্থা৷ গত জানুয়ারিতে নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানে ছ’টি আসন আলাদাভাবে মহিলাদের জন্য সুরক্ষিত রাখার কথা ঘোষণা করেছিল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.