সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে জরুরি অবতরণ করল ভারতীয় বায়ুসেনার একটি অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার। প্রযুক্তিগত ত্রুটির জন্য মাঝপথেই এই পদক্ষেপ করতে বাধ্য হন পাইলট বলে খবর। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে জানিয়েছে বায়ুসেনা।
বায়ুসেনা সূত্রে খবর, সোমবার মধ্যপ্রদেশের ভিন্ড এলাকায় জরুরি অবতরণ করে আমেরিকা থেকে কেনা অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার ‘Apache AH-64’। বায়ুসেনা ঘাঁটি থেকে একটি রুটিন উড়ানের সময় যানটিতে যান্ত্রিক গোলযোগ নজরে আসে চালকের। বাধ্য হয়ে একটি ময়দানে চপারটিকে নামিয়ে দেন তিনি। তবে এই ঘটনায় কেউ জখম হননি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বায়ুসেনার উদ্ধারকারী দল। দ্রুত মেরামত শেষ করে চপারটিতে রওনা করা হবে।
An Apache AH-64 helicopter of the IAF carried out a precautionary landing near Bhind, during routine operational training. All crew and the aircraft are safe. The rectification party has reached the site. pic.twitter.com/hhd6wSNgT2
— Indian Air Force (@IAF_MCC) May 29, 2023
AH-64E Apache হল বিশ্বের সবচেয়ে আধুনিক কপ্টার। বিশ্বে মোট ১৭টি দেশ এই কপ্টার ব্যবহার করে । একসঙ্গে একাধিক কাজ করতে পারে কপ্টারগুলি। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে ২২টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার। এর মধ্যে ১১টিতে রয়েছে শত্রু শিবিরে বিভীষিকা তৈরি করা লংবো ফায়ার কন্ট্রোল রাডার। প্রতিপক্ষের ট্যাঙ্ক ধ্বংসে এর জুড়ি মেলা ভার। তাই অ্যাপাচে হেলিকপ্টারগুলিকে ‘ট্যাঙ্ক কিলার’ নাম দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২২টি অ্যাপাচে কপ্টার কেনা নিয়ে মার্কিন সরকার ও বোয়িংয়ের সঙ্গে ভারত সরকারের কয়েক হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল ২০১৫ সালে। ২০২০ সালে ভারতের হাতে আসে অ্যাপাচে। ভবিষ্যতে পাক ও চিনা সেনার আগ্রাসনের বিরুদ্ধে মোকাবিলার জন্য এবং স্থলসেনা ও বায়ুসেনাকে সাহায্য করতেই অ্যাপাচেগুলিকে পাঠানকোটের মতো গুরুত্বপূর্ণ এলাকার বায়ুসেনা ঘাঁটিতে রাখা হচ্ছে। ভারতীয় বিমানবাহিনীর এক সিনিয়র অফিসারের মতে, ‘এএইচ ৬৪ই’ অ্যাপাচে কপ্টার বিশ্বের সবচেয়ে উন্নত বহুমুখী মারণক্ষমতা সম্পন্ন যুদ্ধযান। অনেকে একে ‘উড়ন্ত ট্যাঙ্ক’ও বলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.