প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা অধস্তন আধিকারিককে ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার এক অফিসার। সেই সঙ্গেই তাঁর বিরুদ্ধে অভিযোগ মানসিক নির্যাতন এবং লাগাতার পিছু নেওয়ারও। শুক্রবার জম্মু ও কাশ্মীর হাই কোর্টে আগাম জামিন পেলেন অভিযুক্ত সেই উইং কমান্ডার।
জামিনের নির্দেশে বলা হয়েছে, ‘যেহেতু আবেদনকারী উইং কমান্ডার এবং তাঁর গ্রেপ্তারির ফলে একদিকে ভাবমূর্তি নষ্ট হবে। অন্যদিকে চাকরির কেরিয়ারও ক্ষতিগ্রস্ত হবে।’
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পুলিশ বৃহস্পতিবারই এফআইআর দায়ের করেছিল অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে। কিন্তু এদিন উচ্চ আদালত জানিয়ে দিয়েছে, বিচারপতির নির্দেশ না পাওয়া পর্যন্ত পুলিশ যেন চার্জশিট পেশ না করে। তবে তদন্ত পুরোদমে চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত।
দুটি ভিন্ন আবেদনের প্রতিটি ক্ষেত্রে ৫০ হাজার টাকার বন্ডের ভিত্তিতে জামিন দেওয়া হয়েছে অভিযুক্তকে। সেই সঙ্গেই শনিবার ও সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টোর মধ্যে তাঁকে তদন্তকারী অফিসারের সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কী অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে? নির্যাতিতার দাবি, গত দুবছর ধরে তাঁকে লাগাতার যৌন হেনস্তা করেছেন অভিযুক্ত। তাঁকে বলপূর্বক মুখমেহনেও বাধ্য করা হয় বলে অভিযোগ তাঁর। পুলিশকে তিনি জানিয়েছেন, গত বছরের ৩১ ডিসেম্বর অফিসারদের মেসে অভিযুক্ত সিনিয়র অফিসার তাঁর কাছে জানতে চান, তিনি উপহার পেয়েছেন কিনা। এর পর উপহার দেওয়ার অছিলায় নিজের ঘরে নিয়ে যৌন হেনস্তা করেন। বাধ্য করেন মুখমেহনে। তাঁর কথায়, ”আমি বার বার তাঁকে থামতে বলি। এবং তাঁকে থামানোর সব রকম চেষ্টা করি। শেষপর্যন্ত ওঁকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যাই।” পরে দুজন মহিলা বায়ুসেনা অফিসারের পরামর্শে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। বিভাগীয় তদন্ত শুরু হলেও পরে তা বন্ধ করে দেওয়া হয় বলেই নির্যাতিতা জানিয়েছেন পুলিশকে। পরে ফের অভিযোগ জানিয়েও ফল না মেলায় অবশেষে পুলিশের দ্বারস্থ হন তিনি।
ভারতীয় বায়ুসেনার তরফে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবগত। বদগামের স্থানীয় থানা শ্রীনগরে ভারতীয় বায়ুসেনার কাছে বিষয়টি জানিয়েছে। আমরা তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করব।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.