Advertisement
Advertisement

Breaking News

AIMIM

সংখ্যালঘু ভোটে নজর! ছাব্বিশে রাজ্যের সব আসনে লড়তে চায় ওয়েইসির AIMIM

ওয়েইসির দাবি, গত ৪ বছরে তাঁর দল তৃণমূল স্তরে সংগঠন তৈরি করেছে।

AIMIM says will contest all seats in Bengal
Published by: Subhajit Mandal
  • Posted:March 12, 2025 9:26 pm
  • Updated:March 12, 2025 9:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ বিধানসভায় গোটা সাতেক আসনে প্রার্থী দিয়ে বিশেষ লাভ হয়নি। নিজেরাও জিততে পারেনি। আবার শাসকদলের ভোটব্যাঙ্কেও বিশেষ থাবা বসাতে পারেনি আসাদউদ্দিন ওয়েইসির অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলমিন অর্থাৎ এআইএমআইএম। কিন্তু তাতে দমে যেতে নারাজ আসাদউদ্দিন ওয়েইসি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যের সব আসনে প্রার্থী দিতে চান তিনি। ওয়েইসির দাবি, গত ৪ বছরে তাঁর দল তৃণমূল স্তরে সংগঠন তৈরি করেছে।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েইসি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি হিন্দু-মুসলমানের রাজনীতি করছেন। তাতে আসলে ক্ষতি হচ্ছে মানুষের। ওয়েইসির দাবি, একুশে রাজ্যে তাঁর দল সেভাবে দাগ কাটতে পারেনি ঠিকই কিন্তু ছাব্বিশের জন্য ব্লক স্তর থেকে প্রস্তুতি শুরু হয়েছে। হায়দরাবাদের সাংসদ বলছেন, বাংলায় এই মুহূর্তে তাঁদের ৩ লক্ষ সদস্য। এর আগে তেইশের পঞ্চায়েত নির্বাচনে তাঁর দল দেড় লক্ষ ভোট পেয়েছে। ছাব্বিশে সকলকে চমকে দেবে তাঁর দল।

Advertisement

ওয়েইসির দাবি, রাজ্যের সব আসনকে টার্গেট করে এগোচ্ছে তাঁর দল। তিনি বলছেন, মালদহ-মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গে তাঁর দলের ভালো জনভিত্তি তৈরি হয়েছে। সেটাকে বিধানসভায় কাজে লাগাবে দল। একা ওয়েইসি নন, রাজ্যের AIMIM নেতারাও একই দাবি করছেন। মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে মিমের মুখপাত্র ইমরান সোলাঙ্কি দাবি করেছেন, “রাজ্যের বহু বিধানসভায় মুসলিম ভোটের হার এখন ৪০ শতাংশের বেশি। তাই AIMIM রাজ্যের সব আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে।”

বস্তুত ওয়েইসির দল এর আগে মহারাষ্ট্র, দিল্লি, বিহার বিধানসভায় লড়েছে। সব রাজ্যেই মূলত সংখ্যালঘু ভোটকে নিশানা করেছে AIMIM। বলা বাহুল্য, সব রাজ্যেই ওয়েইসির দল সংখ্যালঘু ভোটে ভাগ বসানোয় কিছুটা হলেও সুবিধা পেয়ে গিয়েছে বিজেপি। বিরোধীরা ওয়েইসির দলকে বিজেপির বি টিম বলেও অভিযোগ করে থাকেন। ওয়েইসির দল অবশ্য একুশে বাংলায় বিশেষ সুবিধা করতে পারেনি। ছাব্বিশে তারা শেষমেশ কী করে, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement