সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বিতর্কের জের। ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদলে ফেলল দিল্লি এইমস। রবিবার নয়া বিজ্ঞপ্তি দিয়ে দিল্লি এইমস জানিয়ে দিল রামমন্দির (Ram Mandir) উদ্বোধনের দিন অর্থাৎ সোমবার সচল রাখা হবে এইমসের আইটডোর পরিষেবা।
শনিবার এক বিবৃতি দিয়ে দিল্লি এইমস (Delhi AIIMS) জানায়, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো সোমবার এইমসও অর্ধদিবস ছুটি থাকবে। অর্থাৎ দুপুর আড়াইটে পর্যন্ত হাসপাতালের সব কর্মীদের ছুটি। যদিও ওই সময় হাসপাতালের জরুরি পরিষেবা এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলি সক্রিয় থাকবে। আউটডোর বন্ধ থাকবে। জানা যায়, এর ফলে প্রায় ৩২ হাজার রোগীকে আউটডোর পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে।
স্বাভাবিকভাবেই এ নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। কংগ্রেস-সহ বিরোধী প্রশ্ন তুলতে শুরু করেন, মন্দির উদ্বোধনের দিন চিকিৎসার মতো জরুরি পরিষেবা কী করে বন্ধ রাখা যায়। বিরোধী দলগুলি তো বটেই, চিকিৎসকদের একাংশ এর সমালোচনায় সরব হন। প্রশ্ন উঠছিল, অতিমারি চলার সময়ে মন্দির বা ধর্মীয় উপাসনালয় বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে হাসপাতাল খোলা ছিল। অথচ, মন্দির উদ্বোধনের জন্য হাসপাতাল বন্ধ রাখা হচ্ছে।
সেই বিতর্কের জেরে রবিবার নয়া সিদ্ধান্ত নিল দিল্লি এইমস। নয়া বিজ্ঞপ্তি দিয়ে এইমস কর্তৃপক্ষ জানাল, সোমবার মন্দির উদ্বোধনের দিন হাসপাতালের আউটডোর বা বহির্বিভাগ অন্য দিনের মতোই চালু থাকবে। আগে থেকে নাম নথিভুক্ত করানো রোগীরা ওই দিন হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাবেন। এইমস কর্তৃপক্ষ বলছে, রোগীদের যত্নের কথা মাথায় রেখে এবং তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, সে কথা স্মরণে রেখে আউটডোর বিভাগ খোলা থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.