বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: নির্বাচনমুখী চার রাজ্যের ভোট প্রস্তুতি ও দেশজুড়ে মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা তৈরি করতে সব রাজ্যের সাধারণ সম্পাদক ও প্রদেশ সভাপতিদের নিয়ে বৈঠকে বসছে এআইসিসি। মঙ্গলবার সকাল থেকে প্রতিটি রাজ্যের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৈঠকে প্রদেশ কমিটির পুনর্গঠন নিয়ে কথা হবে বলেও এআইসিসি (AICC) সূত্রে খবর।
লোকসভা ভোটে (2024 Lok Sabha Election) গত দুবারের তুলনায় দলের শক্তি দ্বিগুণ হয়েছে। অথচ নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে একের পর অভিযোগ উঠলেও তার ফায়দা নিতে পারছে না কংগ্রেস (Congress)। দেশজুড়ে আন্দোলন গড়ে তুলতেও সমস্যা হচ্ছে, তেমন দানা বাঁধছে না। এর মধ্যে রয়েছে প্রদেশ নেতৃত্বে গোষ্ঠীকোন্দল। বাংলার মতো কয়েকটি রাজ্যে প্রদেশ কমিটি নতুন করে গঠনের প্রয়োজনও রয়েছে। উল্লেখ্য, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) অপসারণ নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হয়েছে। তাঁর বদলে কাকে প্রদেশের সভাপতি করা হবে, তা নিয়েও আলোচনা হয়েছে বিস্তর। এবারের বৈঠকে কি সেই সিদ্ধান্ত নেবে AICC? সম্ভাবনা প্রবল।
জানা গিয়েছে, প্রতিটি রাজ্যের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মুখোমুখি বসবেন খাড়গেরা। গোষ্ঠীকোন্দল সামাল দিয়ে কিভাবে দলকে আন্দোলনমুখী করা যায়, তা নিয়ে কথা বলবে এআইসিসি নেতৃত্ব। সেইসঙ্গে INDIA জোটের (INDIA Alliance) সঙ্গীদের সঙ্গে কীভাবে সমন্বয় রেখে এগোতে হবে, সেই সম্পর্কে একটি নির্দেশিকা দেওয়া হবে বলে এআইসিসি সূত্রে খবর। কিন্তু কেরল, বাংলা বা পঞ্জাব, হরিয়ানা বা দিল্লিতে ইন্ডিয়া জোট কিভাবে চলবে, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে। কারণ লোকসভা ভোটে বাংলা, পাঞ্জাব-সহ বেশ কয়েকটি রাজ্যে জোটই হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.