সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর বিজেপির হাত ধরার প্রশ্ন নেই। আরও একবার স্পষ্ট করে দিল তামিলনাড়ুর প্রধান বিরোধী দল এআইএডিএমকে। ফলে যা পরিস্থিতি তাতে আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কার্যত একাই ছোট সঙ্গীদের সঙ্গে নিয়ে লড়তে হবে বিজেপিকে।
২০১৯ লোকসভা নির্বাচনের আগে এআইএডিএমকের সঙ্গে দীর্ঘদিনের জোট ছিন্ন করে বিজেপি। লোকসভায় ভাগাভাগি হয়ে যায় ডিএমকে-কংগ্রেস জোটের বিরোধী ভোট। যার সুবিধা পায় ইন্ডিয়া জোট। সেরাজ্যের সবকটি আসন ইন্ডিয়ার দখলে যায়। অবশ্য লাভ বিজেপিরও হয়েছে। একধাক্কায় অনেকটা বেড়েছে তাঁদের প্রাপ্ত ভোটের হার। সবচেয়ে বেশি লোকসান হয় এআইএডিএমকের। তাঁদের ভোটব্যাঙ্কে ভাগ বসায় গেরুয়া শিবির। সম্ভবত সেকারণেই আর বিজেপির হাত ধরতে নারাজ ই পালানিস্বামীর দল।
তামিলনাড়ুর প্রধান বিরোধী দল স্পষ্ট করে দিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করবে না। এআইএডিএমকে প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী বলেন, বিজেপির সঙ্গে হাত মেলানোর যে জল্পনা শোনা গিয়েছে, তার কোনও ভিত্তি নেই। বিজেপির সঙ্গে জোটের কোনও প্রশ্ন নেই। চলতি মাসের গোড়ায় এনডিএ-তে ফেরানোর লক্ষ্যে এআইএডিএমকের সঙ্গে আলোচনা শুরু হয়েছিল বিজেপির। তার পরই জল্পনা তৈরি হয়। এর পরই পালানিস্বামী বলেন, ‘‘আমরা বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। তার পর থেকে, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ গুজব ছড়াচ্ছে যে আমরা পরোক্ষভাবে বিজেপির সঙ্গে জোটে আছি। তাই আমরা আমাদের অবস্থান পরিষ্কার করে জানাচ্ছি, এনডিএ-তে ফেরার কোনও প্রশ্ন নেই।”
দ্রাবিড় রাজনীতির আর এক প্রধান দল ডিএমকে গত দু’দশক ধরে কংগ্রেসের সহযোগী। ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ গঠনে সক্রিয় ভূমিকাও নিয়েছেন। এই আবহে এডিএমকের সিদ্ধান্ত রাজ্যের আসন্ন বিধানসভা ভোটের আগে বিজেপিকে বিপাকে ফেলল বলেই মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.