ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রমরমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছিলেন, এটি সমাজের কাছে যেমন আশীর্বাদ, তেমন সমাজকে ধ্বংস করার হাতিয়ারও। এর অপব্যবহার রুখতে বিশেষ পদক্ষেপের দাবিও তোলেন তিনি। সেই এআই প্রযুক্তিই এবার ব্যবহার করা হল মোদির ভাষণে।
রবিবার বারাণসী পৌঁছে যান নরেন্দ্র মোদি। দুদিনের সফরে নিজের লোকসভা কেন্দ্রে ১৯ হাজার কোটি টাকার ৩৭টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা তাঁর। বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং কাশী তামিল সঙ্গমম উদ্বোধনে হাজির ছিলেন তিনি। উত্তর ও দক্ষিণ ভারতের সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর বিশেষ অনুষ্ঠান এই কাশী তামিল সঙ্গমম। এই উপলক্ষে বারাণসীতে তামিলনাড়ু এবং কাশীর মানুষ নিজেদের সংস্কৃতিকে তুলে ধরবেন। সেই অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়েই এআই ব্যবহার করলেন মোদি।
প্রথমবার তাঁর ভাষণে ব্যবহৃত হল রিয়েল টাইম এআই ট্রান্সলেশন প্রযুক্তি ভাষিনী। কী কাজ এই প্রযুক্তির? দক্ষিণ ভারতের লোক, যাঁরা হিন্দি ভাষা বুঝতে পারবেন না, তাঁদের জন্য রিয়েল টাইমে সেই ভাষণ তামিলে ট্রান্সলেট করে দেবে এআই। এই প্রসঙ্গে মোদি বলেন, “আজ নতুন প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হল এখানে। এটাই নতুন সূচনা। আশা করি, আগামী দিনে এই প্রযুক্তিই আমায় আপনাদের কাছে পৌঁছে দিতে আরও বেশি সাহায্য করবে।”
#WATCH | PM Modi says, “In other countries of the world, the nation has been a political definition, but India as a nation is made up of spiritual beliefs. India has been united by saints like Adi Shankaracharya and Ramanujacharya, who awakened the national consciousness of India… pic.twitter.com/htReTVm0Ll
— ANI (@ANI) December 17, 2023
কাশী তামিল সঙ্গমমের পাশাপাশি বিকশিত ভারত সংকল্প যাত্রাতেও অংশ নেবেন মোদি। দেশবাসীর জন্য মোদি সরকার যে সব প্রকল্প তথা স্কিম চালু করেছে, এই যাত্রায় তারই প্রচার এবং প্রসার ঘটানো হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.