Advertisement
Advertisement

অবাধ ভোটের লক্ষ্যে ছত্তিশগড়ে আকাশপথে নজরদারি সেনার

এবারও ভোট বানচাল করতে নাশকতা চালাতে পারে মাওবাদীরা৷

 Ahead Of Voting, Eye In The Sky Notes Maoist Movement In Chhattisgarh
Published by: Kumaresh Halder
  • Posted:November 11, 2018 9:35 pm
  • Updated:November 11, 2018 9:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদী হামলার ভয়, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এবার আকাশপথে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিল ছত্তিশগড় প্রশাসন৷ ভোট কর্মীদের বুথে পৌঁছে দেওয়া থেকে শুরু ইভিএমের সুরক্ষায় সর্বদা সেনা মোতায়েন থাকবে বলে আশ্বাস দিয়েছে নির্বাচন৷ মাও হামলা রুখতে বাহিনীর যাত্রাপথে চলবে চপার ও ড্রোন নজরদারি৷ স্যাটেলাইট ছবির মাধ্যমে জঙ্গলে মাওবাদীরা লুকিয়ে আছে কি না, তাও পর্যবেক্ষক করা হবে বলে সেনা সূত্রে জানানো হয়েছে৷ মাও প্রভাবিত এলাকাগুলিতে লাল সতর্কতা জারি করে মুহূর্তে মুহূর্তে চলে স্থল ও আকাশপথে নজরদারি৷ কোথায়ও কোনও অশান্তি হলে খুব দ্রুত সেখানে সেনা পৌঁছে যেতে পারে, তা সমস্ত ব্যবস্থাও করে রাখা হয়েছে বলে খবর৷

[মহিলা পাইলট নিয়োগে শীর্ষে ভারত, বলছে সমীক্ষা]

সোমবার ৯০টির মধ্যে প্রথম দফায় ১৮টি বিধানসভা কেন্দ্রে সকাল সাত থেকে বেলা তিনটে পর্যন্ত চলবে ভোটগ্রহণ৷ ইতিমধ্যেই ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা৷ ভোটকর্মীদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দিতে সেনার তরফে সমস্তরকম ব্যবস্থা রাখা হয়েছে৷ ভোটের দিনে যাতে কোনও হামলা কিংবা অশান্তি না হয়, সেবিষয়ে নজর রাখতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি৷ ছত্তিশগড়ে মাওবাদীদের গতিবিধির উপর চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি৷ কেননা, নির্বাচনের আগে গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসতেই নজরদারি আরও জোরদার করা হয়েছে৷ রিপোর্টে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা থেকে ছত্তিশগড়ে ডেরা বেঁধেছে মাওবাদীরা৷ নির্বাচন বানচাল করতে বেশ কিছু হামলার ছকও রয়েছে মাওবাদীদের৷ কেননা, গত এক দশকেরও বেশি সময় ধরে, মাওবাদীরা গ্রামবাসীদের ভোট দেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে৷ মনে করা হচ্ছে, এবারও ভোট বানচাল করতে নাশকতা চালাতে পারে মাওবাদীরা৷

Advertisement

[ঘুষকাণ্ডের জের, ফের গ্রেপ্তার বিজেপির প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডি]

গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসতেই ভোটের আগে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে নির্বাচনী এলাকাগুলিকে৷ যে ১৮টি কেন্দ্রে ভোট হবে সেগুলির বেশিরভাগই পড়েছে মাও অধ্যুষিত এলাকায়৷ ভোটের দিন মাও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন৷ মাওবাদীরা ভোট বানচাল করতে না পারে তার জন্য অতিরিক্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ ছত্তিশগড়ে মোতায়েন করা হয়েছে ৬৫০ কোম্পানি সেনা, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি৷ এছাড়া রাজ্য পুলিশের তরফে ৬৫ হাজার পুলিশ কর্মীকে ভোটে নিরাপত্তার কাজে ব্যবহার করা হবে৷ রয়েছে আধাসেনা৷ ভোটের দিন অতিরিক্ত স্পর্শকাতর এলাকার বুথগুলিতে আকাশপথে নজরদারি চালানো হবে৷ রাজ্য পুলিশের ডিজি জানিয়েছেন, ৬৫০টি বুথে আকাশপথে নজরদারি চলবে৷ বায়ুসেনা ও বিএসএফের ১০টি চপার নামানো হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement