সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন (Lok Sabha 2024) ঘোষণার আগেই কার্যকর হয়ে যাবে সংশোধিত নাগরিকত্ব আইন। অন্তত রাজধানীর রাজনীতিতে জল্পনা এমনই। সেই জল্পনায় এবার ইন্ধন জুগিয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গাড়ির নম্বর প্লেট। শাহী নম্বর প্লেটেই নাকি লুকোনো রয়েছে CAA কার্যকর হওয়ার ইঙ্গিত। অন্তত নেটিজেনদের তেমনই দাবি।
আসলে বৃহস্পতিবার রাতে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিয়ে যাওয়ার সময় অমিত শাহ (Amit Shah) যে গাড়িটি ব্যবহার করেন, সেটির নম্বর ছিল ‘DL1C AA 4421’। অর্থাৎ ওই নম্বরের মধ্যেই ‘CAA’ শব্দটি আছে। নেটদুনিয়ায় অনেকে বলাবলি করছেন, অমিত শাহর গাড়ির নম্বরে ‘CAA’ থাকাটা একেবারেই কাকতালীয় নয়। বরং ইচ্ছাকৃত। শাহী গাড়ির ওই নম্বর প্লেটেই দ্রুত ওই ‘বিতর্কিত’ আইন কার্যকর হওয়ার ইঙ্গিত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ির নম্বরপ্লেটের ওই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
২০১৯-এর শেষে CAA-তে রাষ্ট্রপতির সিলমোহর পড়লেও বিধি তৈরি হয়নি। তাই এখনও আইনটি কার্যকর করা যায়নি। গত পাঁচ বছরে বহুবার এই আইন কার্যকর করার দাবি উঠেছে। আবার বিরোধিতাও হয়েছে। কিন্তু কোনও না কোনও অজুহাতে পিছিয়ে গিয়েছে কেন্দ্র। আসলে সংশোধিত নাগরিকত্ব আইন যখন কার্যকর হয়, তখনই দেশজুড়ে কার্যত আগুন জ্বলে। গত কয়েক বছরে তাই আর ঝুঁকি নেওয়া হয়নি।
তবে সূত্রের দাবি, ২০২৪ লোকসভা নির্বাচন ঘোষণার আগেই ওই আইন কার্যকর হয়ে যাবে। সূত্রের দাবি, সিএএ-র বিধি প্রণয়নের কাজ সারা। খসড়া তৈরি। এক-দুই সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে ওই বিধি কার্যকর করে দেবে মোদি (Narendra Modi) সরকার। যা প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.