Advertisement
Advertisement

রাহুলের আলিঙ্গনের ছবিতেই প্রচার, অমিতের সফরের আগে পোস্টার মুম্বইয়ে

প্রচারের আলো কাড়তে কোমর বেঁধে নেমেছে কংগ্রেস৷ 

Ahead of Amit Shah's Visit, Congress puts up poster of Rahul Hugging PM Modi
Published by: Saroj Darbar
  • Posted:July 22, 2018 2:52 pm
  • Updated:July 22, 2018 2:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘৃণায় নয়, ভালবাসা দিয়েই জয় করব- বড় বড় করে লেখা এই কথা৷ পাশেই আলিঙ্গনাবদ্ধ প্রধানমন্ত্রী ও কংগ্রেস সভাপতি৷ সংসদের নজিরবিহীন মুহূর্তটিকেই এবার প্রচারের হাতিয়ার করে তুলেছে মুম্বই কংগ্রেস৷ আন্ধেরির মুখ ঢেকেছে এই ‘ভালবাসার’ পোস্টারে৷

দিনটা হওয়ার কথা ছিল নরেন্দ্র মোদির৷ হয়ে গিয়েছিল রাহুল গান্ধীর৷ সংখ্যার হিসেবে বিরোধী জোটকে মোদি প্রত্যাশিতভাবে মাটি ধরিয়েছেন বটে, তবে প্রচারের জমি কেড়ে নিয়েছেন কংগ্রেস সভাপতিই৷ রাজনীতির নিয়ম মেনে অনাস্থা আলোচনায় প্রথমে সরকারের বিরুদ্ধে ক্ষুরধার আক্রমণ৷ তারপরই সৌজন্যের রাজনীতি টেনে এনে ভালবাসার কথা বলা৷ ঘৃণা-বিদ্বেষমুক্ত রাজনৈতিক সমাজ গড়ে তুলে হাতে হাত মিলিয়ে চলার আহ্বান৷ সবশেষে মাস্টারস্ট্রোক৷ একেবারে প্রধানমন্ত্রীর আসনের সামনে গিয়ে ঝুঁকে পড়ে তাঁকে আলিঙ্গন৷ সংসদের ইতিহাসে এমনটা আগে কখনও ঘটেনি৷ কোনও বিরোধী নেতা খোদ প্রধানমন্ত্রীকে সংসদ কক্ষের ভিতর আলিঙ্গন করছেন-এমন নজিরবিহীন দৃশ্য আগে কখনও কেউ দেখেননি৷ ফলে এক লহমায় ‘বাজিগর’ হয়ে ওঠেন রাহুল গান্ধী৷ হ্যাঁ, আস্থা ভোটে তাঁর হার হয়েছে বটে৷ কিন্তু দিনের শেষে মানুষের মন জিতে নিয়েছিলেন তিনি৷ প্রচারের আলো ঘুরিয়ে নিয়েছিলেন নিজের দিকে৷

Advertisement

[ আলিঙ্গন প্রসঙ্গে বাকযুদ্ধ থেকে বিরত থাকার সিদ্ধান্ত রাহুল গান্ধীর ]

এই অভূতপূর্ব মুহূর্তের রেশ কোনওভাবেই কাটতে দিতে চায় না কংগ্রেস৷ বরং এই ভালবাসার বার্তাকে হাতিয়ার করেই প্রচারে নেমে পড়েছে শতাব্দীপ্রাচীন দলটি৷ কিছুদিনের মধ্যেই মুম্বই সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ তার আগে মুম্বইয়ের বিভিন্ন এলাকার মুখ ঢাকল এই ভালবাসার পোস্টারে৷ যেখানে সভাপতির বার্তা গোটা গোটা অক্ষরে লেখা, বিদ্বেষে নয়, ভাসবাসায় জিতব৷

রাজনীতি কঠিন অঙ্ক৷ সংসদীয় গণতন্ত্রে সংখ্যার গুরুত্ব অপরিসীম৷ জোট গড়ার থেকেও তা ধরে রেখে নির্বাচনী বৈতরণি পার হওয়া লক্ষ টাকার প্রশ্ন৷ আদৌ এসব সম্ভব হবে কি না, তা শুধু সময়ই বলতে পারে৷ তবে তার আগে প্রচারের জমিতে বিজেপিকে হারাতে কোমর বেঁধেই নেমেছে কংগ্রেস৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মুম্বই পথ দেখাল৷ ‘ভালবাসা’র এই পোস্টার গোটা দেশে ছড়িয়ে দিয়েই বিজেপির বিরোধিতার জমি শক্ত করতেই এবার উদ্যোগ নেবে কংগ্রেস৷    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement