Advertisement
Advertisement

চপার কেলেঙ্কারিতে স্বস্তি, জামিন পেলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান

পরোক্ষে স্বস্তিতে কংগ্রেস নেতারাও।

Agusta Westland case: EX-IAF chief SP Tyagi granted bail
Published by: Subhajit Mandal
  • Posted:September 12, 2018 1:29 pm
  • Updated:September 12, 2018 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে স্বস্তি পেলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগী। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে ত্যাগী ও তাঁর দুই ভাই সঞ্জীব ত্যাগী এবং রাজীব ত্যাগীকে জামিন দিল দিল্লির পাটিয়ালা হাউস আদালত। বিশেষ আদালতের বিচারক অরবিন্দ কুমার ত্যাগী এবং তাঁর দুই ভাইকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন।

[এক মাসে তিনবার! এবার ভারতের ৪ কিলোমিটার অন্দরে ঢুকল লালফৌজ]

গত ২৪ জুলাই প্রাক্তন বায়ুসেনা প্রধান-সহ মোট ৩০ জনকে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারক। আজ আদালতে হাজিরা দেন ত্যাগী এবং তাঁর দুই ভাই। যে ৩০ জনকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাদের মধ্যে নাম ছিল অগস্টা ওয়েস্টল্যান্ডের প্রাক্তন সিইও গুইজপে ওরশি এবং ব্রুনো স্প্যাগনোলিনির নাম। নাম ছিল প্রাক্তন আইনজীবী গৌতম খৈতান এবং তাঁর স্ত্রী ঋতুর নামও। অগস্টা ওয়েস্টল্যান্ড সংস্থার নামেও সমন পাঠানো হয়েছিল। কিন্তু এরা কেউই এদিন আদালতে হাজিরা দেননি।

Advertisement

[ফের হিন্দুত্বের তাস কংগ্রেসের, ক্ষমতায় এলে ‘রাম-পথ’ তৈরির প্রতিশ্রুতি]

২০১০ সালে অগস্টা ওয়েস্টল্যান্ড নামের সংস্থাটির সঙ্গে ৩ হাজার ৫৪৬ কোটি টাকার চুক্তি হয়েছিল তৎকালীন ইউপিএ সরকারের। ওই সংস্থাটি ভারতকে ১২ টি AW-101 হেলিকপ্টার সরবরাহ করে। এর মধ্যে ৮ টি হেলিকপ্টার ব্যবহার করা হত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিদের মত ভিভিআইপিদের যাতায়াতের জন্য। বাকি চারটি ব্যবহৃত হয় সেনার কাজে। কিন্তু এই চুক্তিতে বড় মাপের দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ ওঠে। ইডির চার্জশিটেও দেখানো হয়, একাধিক মধ্যস্বত্ত্বভোগী এই চুক্তিতে উপকৃত হয়েছেন। এমনকি তৎকালীন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী পি চিদম্বরম, ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী এবং কেন্দ্রীয় মন্ত্রী বীরাপ্পা মইলিও এর সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে অভিযোগ উঠেছিল। তৎকালীন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীর নাম জড়ানোয় অবাক হয়েছিলেন অনেকেই। এবারে ত্যাগী জামিনে মুক্ত হওয়ায়, ত্যাগীর পাশাপাশি পূর্ববর্তী সরকারের নেতা-মন্ত্রীরাও কিছুটা স্বস্তি পেলেন বলে মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement