Advertisement
Advertisement

Breaking News

Agra

তুইতোকারি বন্ধ, সকলকেই ‘আপনি’ বলার নির্দেশ পুলিশকে! থানায় এলে খাওয়াতে হবে চা-বিস্কুট

অভিযোগকারীরা থানায় এলে চা-বিস্কুট খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Agra Police ordered to be courteous towards citizens
Published by: Biswadip Dey
  • Posted:January 9, 2025 7:56 pm
  • Updated:January 9, 2025 7:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও ‘তুই’ বা ‘তুমি’ নয়। সমস্ত নাগরিককেই বলতে হবে ‘আপনি’। আগ্রায় এমনই নির্দেশ পুলিশকে। পুলিশ কমিশনারের এহেন নির্দেশের পিছনে রয়েছে আমজনতার কাছে পুলিশের ভাবমূর্তি স্বচ্ছ করার পরিকল্পনা। আসলে এদেশে বিশেষত গ্রামাঞ্চলে সাধারণ মানুষের প্রতি পুলিশের খারাপ আচরণের অভিযোগ প্রায়ই ওঠে। এই পরিস্থিতিতে এমন পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

পুলিশ কমিশনার জে রবীন্দ্র গৌড়ের নির্দেশ, সমস্ত অভিযোগকারীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সকলকে ‘আপনি’ সম্বোধন করতে হবে। পাশাপাশি কেউ থানায় অভিযোগ করে ফোন করলে, প্রথমেই থানার তরফে তাঁকে ‘নমস্কার’ বলে কথা শুরু করতে হবে। সেই সঙ্গে এও জানিয়ে দেওয়া হয়েছে, অভিযোগকারীরা থানায় এলে চা-বিস্কুট খাওয়াতে হবে। শুনতে হবে তাঁদের কথা। কেবল নির্দেশ দিয়েই তিনি ক্ষান্ত হননি। প্রতিটি থানায় সিসিটিভি বসানোর ব্যবস্থাও করছেন। অর্থাৎ এই সব নির্দেশ আদৌ মানা হচ্ছে কিনা সবই দেখা হবে খতিয়ে। চলবে পুরোদস্তুর নজরদারি। আর কোনও পুলিশকর্মী বা আধিকারিককে খারাপ আচরণ করতে দেখলেই করা হবে কড়া পদক্ষেপ।

Advertisement

কেবল এটুকুই নয়। প্রতিটি থানাকে অত্যাধুনিক করে তোলার কাজও শুরু হয়েছে। আসবাব থেকে বসার জায়গা- সবেরই সৌন্দর্যায়ন করা হচ্ছে। এর মধ্যেই এল নয়া নির্দেশাবলি। সামগ্রিক ভাবেই আমজনতার পুলিশ ও থানা সংক্রান্ত অভিজ্ঞতাকে তিক্ত নয়, মধুর করে তোলাই লক্ষ্য কমিশানেরেটের। আগ্রা পুলিশের আশা, এই পথে হেঁটে অদূর ভবিষ্যতেই আমজনতা ও পুলিশের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement