ফাইল ছবি।
সোমনাথ রায়, নয়াদিল্লি: মোদি সরকারের আনা স্বল্প মেয়াদে সেনায় নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’ (Agnipath) দেশের যুবাদের প্রতি ‘ভয়ংকর অবিচার’, এই মর্মে সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Draupadi Murmu) চিঠি দিলেন কংগ্রেসের (Congress) সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। ভারতীয় সেনায় (Indian Army) যোগ দিতে ইচ্ছুক লক্ষাধিক যুবকদের জন্য ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তিনি।
রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে খাড়গে উল্লেখ করেন, ‘অগ্নিপথ’ প্রকল্পের জেরে তথা সেনায় সাধারণ নিয়োগ বন্ধ হওয়ায় দেশের ‘দুই লক্ষ যুবক ও যুবতীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে’। খাড়গের দাবি, এই যুবকরা তাঁদের স্বপ্নের সন্ধানে বছরের পর বছর অতিবাহিত করেছেন। আজ অনেকেই চরম ‘হতাশায় ভুগছেন’। এমনকী বেশ কিছু যুবা ‘আত্মহত্যা’ পর্যন্ত করেছেন। চিঠিতে খাড়গে লেখেন, ‘দেশের যুবারা এতখানি কষ্ট পেতে পারেন না। আমি আপনার কাছে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।’ উল্লেখ্য, ভারতের রাষ্ট্রপতি দেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার। সেই কারণেই সেনায় সমস্যার সমাধানে তাঁর কাছে আবেদন করেছেন খাড়গে। তবে লোকসভা ভোটের আগে নতুন করে অগ্নিপথ ইস্যু উসকে দেওয়া কংগ্রেসের রাজনৈতিক চাল বলেও মনে করা হচ্ছে।
My letter to the Hon’ble President of India (@rashtrapatibhvn) highlighting the gross injustice to almost two lakh young men and women whose future has become uncertain due to ending of regular recruitment process and imposing Agnipath Scheme for the Armed Forces by the Union… pic.twitter.com/nZceaXpKs0
— Mallikarjun Kharge (@kharge) February 26, 2024
উল্লেখ্য, ২০২২ সালের ১৪ জুন সেনায় নিয়োগের ক্ষেত্রে অগ্নিপথ প্রকল্প চালু করা হয়। এই প্রকল্প অনুযায়ী, চার বছরের জন্য চুক্তিভিত্তিতে বাহিনীতে নিয়োগ করা হবে। চার বছর পর ২৫ শতাংশকে রেখে বাকিদের স্বেচ্ছাবসর দেওয়া হবে। প্রকল্পের নিয়ম অনুযায়ী সাড়ে ১৭ থেকে ২১ বছরের তরুণ-তরুণীরা বাহিনীতে যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। অগ্নিপথ প্রকল্পের আওতায় মোট ৪৬ হাজার প্রার্থীকে ভারতীয় স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনাতে নিয়োগের পরিকল্পনা করেছিল কেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.