Advertisement
Advertisement

৩১ জুলাই চালু আগরতলা-দিল্লি ট্রেন চলাচল

এর ফলে দুই অঞ্চলের পরিবহণ ব্যবস্থার উন্নয়ন আরও এক ধাপ এগোবে বলে মনে করা হচ্ছে৷

Agartala-Delhi Train To Run From 31 July
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 29, 2016 11:13 am
  • Updated:July 29, 2016 11:13 am  

প্রণব সরকার: ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে আগরতলা-নয়াদিল্লি রেল যোগাযোগ৷ এর ফলে দুই অঞ্চলের পরিবহণ ব্যবস্থার উন্নয়ন আরও এক ধাপ এগোবে বলে মনে করা হচ্ছে৷ এই দিনই আগরতলা-আখাউড়া রেল প্রকল্পেরও শিলান্যাস করা হবে৷ উদ্বোধন করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের রেলমন্ত্রী মহম্মদ মজিবুল হক ও রেলের রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই৷ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বা উপ হাইকমিশনার ড. আদর্শ স্বাইকা, ভারতীয় হাই কমিশনের রেলওয়ে উপদেষ্টা দিবাঞ্জন রায়৷
উপস্থিত থাকবেন রেলবোর্ডের সদস্য একে মিত্তল, এন এফ রেলের জেনারেল ম্যানেজার চাহাতে রাম, জেনারেল ম্যানেজার এইচ কে যাজ্ঞি, ইপকনের সিএমডি মোহন তিওয়ারি৷ বাংলাদেশ থেকে রেলমন্ত্রী মহম্মদ হকের সঙ্গে আসছেন ছ’জন প্রতিনিধি৷ তাঁরা হলেন রেলওয়ে মন্ত্রকের সেক্রেটারি মহম্মদ ফিরোজ সালাউদ্দিন, বাংলাদেশ রেলের ডিরেক্টর জেনারেল মহম্মদ আমজাদ হোসেন, আগরতলা-আখাউড়া রেল প্রজেক্টর ডিরেক্টর মহম্মদ সইফুল ইসলাম৷
সরকারি সূত্রে জানা গিয়েছে, রেল পরিষেবার ওই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দিতে রেল কর্তৃপক্ষের ৪৪ জন অফিসার ত্রিপুরা আসছেন৷ দু’দেশের রেলমন্ত্রীরা যাবেন আখাউড়া সীমান্ত পরিদর্শনে৷ বাংলাদেশের প্রতিনিধিরা এ দিনই দেশে ফিরে যাবেন৷ ৩০ জুলাই রেলমন্ত্রী ও রেলের পদস্থ পদাধিকারীরা দিল্লি থেকে ইম্ফল যাবেন৷ ৩১ জুলাই তাঁরা ইম্ফল থেকে আগরতলা যাবেন৷ ১ আগস্ট আগরতলা থেকে নয়াদিল্লি যাত্রা করবেন৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement