সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আগুন লাগল দিল্লির উপহার সিনেমা হলে (Uphaar Cinema Hall)। রবিবার সকালের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল দিল্লিতে। ছুদিন দিন সকালের এই অগ্নিকাণ্ড ফের একবার উসকে দিল ১৯৯৭ সালের মর্মান্তিক স্মৃতি। সিনেমা দেখতে এসে এই প্রেক্ষাগৃহেই আগুনে ঝলসে প্রাণ গিয়েছিল ৫৯ জনের। সেই ঘটনা নিয়ে এখনও মামলা চলছে।
দিল্লির (Delhi) দমকল বাহিনী সূত্রে খবর, এদিন সকালে পৌনে পাঁচটা নাগাদ গ্রিন পার্ক এলাকার পরিত্যক্ত প্রেক্ষাগৃহে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৯টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এমনটাই জানিয়েছেন দিল্লির অগ্নিনির্বাপণ বিভাগের ডিরেক্টর অতুল গর্গ।
জানা গিয়েছে, আগুনের তাপে সিনেমা হলের বেশকিছু চেয়ার, মেঝে, ব্যালকনি ঘতিগ্রস্ত হয়েছে। কোনও হতাহতের খবর নেই। তবে কীভাবে আগুন লাগল সেটা এখনওও স্পষ্ট নয়। সিনেমা হলের ভিতরে পড়ে থাকা আসবাবপত্র থেকে আগুন ছড়িয়েছে বলে দমকলকর্মীদের প্রাথমিক অনুমান।
Delhi | Fire breaks out at Uphaar cinema hall, near Green Park metro station; 5 fire engines at the spot
The fire broke out in furniture lying inside the cinema hall says the Fire Department. pic.twitter.com/JBC2MSbVI4
— ANI (@ANI) April 17, 2022
এদিনের ঘটনায় ফের একবার ২৫ বছর আগের স্মৃতি উসকে দিল। ১৯৯৭ সালের ১৩ জুন ‘বর্ডার’ সিনেমা দেখানোর সময় আগুন লেগেছিল উপহার হলে। অভিযোগ, সিনেমা হলে আগুন নেভানোর মতো যথাযথ ব্যবস্থা ছিল না। আসন সংখ্যা বাড়ানোর কারণে বন্ধ ছিল হল থেকে বেরোনোর আরেকটি রাস্তাও। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৯ জনের। জখম হন বহু। তার পর থেকেই বন্ধ হয়ে পড়ে রয়েছে মর্মান্তিক মৃত্যুর সাক্ষী উপহার সিনেমা হল। এদিনে সেই প্রেক্ষাগৃহেই ফের আগুন লাগল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.