সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭২ ঘণ্টার মধ্যে ফের কাঁপল দিল্লি (Delhi)। তীব্র কম্পন অনুভূত হয় গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রাম, লখনউতেও। এখনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তরফে প্রাপ্ত তথ্য বলছে, সোমবার বিকেল ৪টে ১৮ মিনিট নাগাদ তীব্র কম্পন (Earthquake) অনুভূত হয় দিল্লি-সহ আশপাশের এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। কম্পনের উৎসস্থল নেপাল। ভূমিকম্প বিধ্বস্ত নেপালে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।
Strong earthquake tremors felt in Delhi pic.twitter.com/wZmcnIfH1u
— ANI (@ANI) November 6, 2023
উল্লেখ্য, শুক্রবার রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছিল হিমালয়ের কোলের ছোট্ট দেশটি। ইতিমধ্যে মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। রবিবারও নতুন করে ভূমিকম্প হয় সেখানে। এবার সোমবারও কাঁপল নেপাল। যার প্রভাবে কম্পন অনুভূত হয় দিল্লি, লখনউতেও।
প্রসঙ্গত, ২০১৫ সালের ভয়াবহ স্মৃতি উসকে শুক্রবার রাতে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। আফটার শকের তীব্রতাও ছিল ৩.৩। নেপাল প্রশাসন সূত্রে খবর, রুকুম জেলা এবং জাজারকোট এই প্রবল ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.