Advertisement
Advertisement

Breaking News

Earthquake

দুসপ্তাহে দ্বিতীয়বার ভূমিকম্প দিল্লিতে, আতঙ্ক রাজধানীতে

চলতি মাসের শুরুতেই ভূমিকম্পে কেঁপেছিল দিল্লি।

Again Earthquake tremors felt in Delhi | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:October 15, 2023 4:32 pm
  • Updated:October 15, 2023 5:01 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের কাঁপল দিল্লি (Delhi)-সহ এনসিআর এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১। তবে বিশেষ ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কম্পন অনুভূত হয় দিল্লি, নয়ডা. গাজিয়াবাদ-সহ একাধিক এলাকায়। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন এলাকার বাসিন্দারা। তবে কম্পন ৫ সেকেন্ডের বেশি স্থায়ী হয়নি। 

রবিবারের ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিয়ানার ফরিদাবাদ থেকে ৯ কিলোমিটার দূরে। ভূস্তর থেকে ১০ কিলোমিটার গভীরে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে, ৩ অক্টোবর ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের কাঁপল দেশের রাজধানী ও তৎসংলগ্ন এলাকা। এদিনের কম্পন ৫ সেকেন্ডের জন্য স্থায়ী হয়। তার পরেও আতঙ্ক ছড়ায়। বহুতল থেকে ছুটে নেমে আসার চেষ্টা করেন বাসিন্দারা। 

Advertisement

 

[আরও পড়ুন: মেট্রোপথে মাতৃদর্শন, কোন স্টেশনের কাছে কোন মণ্ডপ? জেনে নিন এক ঝলকে]

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পর পর ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। প্রাণ হারিয়েছিলেন অন্তত ৪ হাজার মানুষ। সেই বিপর্যয়ের পর সপ্তাহ পেরোতে না পেরোতেই কাবুলিওয়ালার দেশ ফের কম্পন অনুভব করল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩। এর কিছুক্ষণের মধ্যে কেঁপে ওঠে দিল্লিও।

[আরও পড়ুন: রোহিত-বিরাটে মজে সি ভি আনন্দ বোস, পাকিস্তান ‘বধে’র পরই ভারতীয় দলকে রাজভবনে আমন্ত্রণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement