Advertisement
Advertisement
মিজোরাম

মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে ২ বার কেঁপে উঠল মিজোরাম! পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫।

Again Earthquake occured in MIzoram, PM assure for all support

ছবি: প্রতীকী

Published by: Sucheta Chakrabarty
  • Posted:June 22, 2020 10:20 am
  • Updated:June 22, 2020 10:43 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কেঁপে উঠল মিজোরাম (Mizoram)। রবিবারের পর সোমবার সকালে মিলল না অব্যাহতি। ভূমিকম্প অনুভূত হল ভারতের উত্তর-পূর্ব প্রান্তের রাজ্যে। জানা যায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫।

একের পর এক বিপর্যয়, যা শেষ হয়েও হচ্ছে না। রবিবারের পর ফের সোমবার ভোরে কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্ব প্রান্তের রাজ্য মিজোরাম। জাতীয় ভূমিকম্প (Earthquake) কেন্দ্র কম্পনের কথা নিশ্চিত করে জানান, সোমবার ভোরে ৪.১০-এ কম্পন অনুভূত হয়। চম্পাইয়ের দক্ষিণ-দক্ষিণ পশ্চিম থেকে ২৭ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উপকেন্দ্র। তবে ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। রবিবারই সূর্যগ্রহণের পরও উত্তর-পূর্ব ভারতের ৪টি রাজ্যে একসঙ্গে ভূকম্পন অনুভূত হয়।

Advertisement

[আরও পড়ুন:উত্তরপ্রদেশের সরকারি হোমে করোনার থাবা! একদিনে আক্রান্ত ৫৭ জন মহিলা]

মিজোরামে বার বার ভূমিকম্প অনুভূত হওয়ায় মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সঙ্গে এই নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মিজোরামের মুখ্যমন্ত্রীকে সবরকম সাহায্য করার আশ্বাস দেন খোদ প্রধানমন্ত্রী। 

এর আগে, ১৮ জুন মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তর-পূর্বের রাজ্যগুলি। সে বারও কম্পনের তীব্রতা ছিল ৫। মিজোরামের চম্পাইতে ভূমি থেকে ৮০ কিমি গভীরে ছিল কম্পনের উপকেন্দ্র। শিলং-সহ উত্তর-পূর্বের প্রায় সব শহরে ভূমিকম্প অনুভূত হয়। বৃহস্পতিবার সারাদিনে বার তিনেক কাঁপে ভারতের আদ্যোপান্ত। আন্দামান-নিকোবর দীপপুঞ্জ, হরিয়ানার পর দিনশেষে মিজোরাম। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। ১৪ জুন গুজরাতে একদিনে ৩ বার ভূমিকম্প অনুভূত হয়। এ ছাড়াও পরপর ভূমিকম্প হতে দেখা গিয়েছে কাশ্মীরে। সম্প্রতি কিছুদিন ধরে ঘনঘন মৃদু থেকে মাঝারি কম্পন অনুভূত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তেই। ভারতের উত্তর, উত্তর-পূর্ব থেকে পশ্চিম কোথাও বাদ যায়ি সেই কম্পনের হাত থেকে। তবে বারবার এই ভূমিকম্পের প্রবণতা সকলের মনে বড় বিপদের আশঙ্কা তৈরি করছে। যদিও বিজ্ঞানীরা সেই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

[আরও পড়ুন:২০ জন জওয়ানের মৃত্যুর পরও আলোচনা! চলতি সপ্তাহেই ফের চিনের সঙ্গে বৈঠক ভারতের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement