Advertisement
Advertisement
Air India

ফের ককপিটে বান্ধবীর সঙ্গে একান্ত যাপন! দুই পাইলটকে সাসপেন্ড করল এয়ার ইন্ডিয়া

দিল্লি-লেহ উড়ানে ককপিটে ঢোকেন তরুণী যাত্রী!

Again Air India Grounds 2 Pilots For Inviting Female Friend In Cockpit | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 13, 2023 4:37 pm
  • Updated:June 13, 2023 6:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মাঝ আকাশে ককপিটে বান্ধবীকে ডেকে গল্পে মাতার অভিযোগ উঠল পাইলটের বিরুদ্ধে। অভিযুক্ত এয়ার ইন্ডিয়ার (Air India) দুই পাইলট। তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। গত সপ্তাহে দিল্লি-লেহ উড়ানে নিয়ম ভেঙে বিমানের ককপিটে ঢোকেন এক তরুণী। সবটা ঘটে পাইলটদের অনুমতিতে। ওই ঘটনায় মঙ্গলবার অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল উড়ান সংস্থা।

দিল্লি থেকে লেহগামী এআই-৪৪৫ বিমানে ঘটে নিয়মবহির্ভূত বিপজ্জনক কাণ্ড। পাইলটদের অনুমতিতেই মাঝ আকাশে ককপিটে ঢুকেছিলেন বিমানের এক তরুণী যাত্রী। এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে পাইলটদের বিরুদ্ধে অভিযোগ করেন বিমানের কেবিন ক্রু। ঘটনার কথা স্বীকার করে দুই পাইলটকে অব্যহতি দেওয়ার বিষয়ে জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক। মুখ খুলেছে অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ-ও (DGCA)। সংস্থার তরফে জানানো হয়েছে, “ঘটনার বিষয়ে আমরা অবগত। নিয়ম অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এয়ার ইন্ডিয়া একটি তদন্ত কমিটি গঠন করেছে।”

Advertisement

[আরও পড়ুন: ফের রক্তাক্ত উপত্যকা, জম্মু ও কাশ্মীরে যৌথবাহিনীর গুলিতে খতম দুই জঙ্গি]

এর আগে বিমানযাত্রীর ককপিটে ঢুকে পড়ার ঘটনাটি ঘটে গত ২৭ ফেব্রুয়ারি। দুবাই থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। আকাশে ওড়ার খানিক পরেই এয়ার ইন্ডিয়ার কর্মী তথা বান্ধবীকে ককপিটে ডেকে পাঠান পাইলট। পাইলটের বিরুদ্ধে তদন্ত চালানোর পর তাঁকে সাসপেন্ড এবং ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।

[আরও পড়ুন: লখিমপুরের ছায়া কানপুরে! ফের যোগীরাজ্যে তিন কৃষককে পিষে দিল সরকারি কর্মীর গাড়ি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement