সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের চরম হুঁশিয়ারির পর টনক নড়ল ই-কমার্স সাইট আমাজনের। আমাজন কানাডার পোর্টালে ভারতের পতাকা ছাপানো পাপোশ বিক্রির অভিযোগ ওঠে৷ সুষমা স্বরাজের হুঁশিয়ারির পর রাতারাতি সেই সব পাপোশ ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন আমাজনের এক মুখপাত্র।
গতকাল, বুধবার পাপোশে ভারতের জাতীয় পতাকার ছবি ছেপে বিক্রি করার ঘটনায় আমাজনকে কড়া বার্তা দেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ জানিয়ে দেন, অবিলম্বে ক্ষমাপ্রার্থনা না করা হলে বহুজাতিক ওই সংস্থার কর্তাদের ভারতে আসার ক্ষেত্রে ভিসা দেওয়া হবে না৷
Amazon must tender unconditional apology. They must withdraw all products insulting our national flag immediately. /1
— Sushma Swaraj (@SushmaSwaraj) January 11, 2017
If this is not done forthwith, we will not grant Indian Visa to any Amazon official. We will also rescind the Visas issued earlier.
— Sushma Swaraj (@SushmaSwaraj) January 11, 2017
কানাডার ভারতীয় হাই কমিশনকে লেখা চিঠিতে তিনি বলেন, “এটা কখনওই মেনে নেওয়া যায় না৷” সুষমার টুইট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভারতীয় আইন মোতাবেক জাতীয় পতাকার অবমাননা শাস্তিযোগ্য অপরাধ। সুষমার টুইটে হুঁশ ফেরে আমাজনের। সংস্থা সূত্রে খবর, জাতীয় পতাকার ছবি-সহ সব পাপোশ ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে। ওই জাতীয় কোনও পণ্যই আর আমাজনে বিক্রি হবে না।
@SushmaSwaraj Madam. Amazon Canada must be censured and warned not to sell India flag doormats. Please take action. pic.twitter.com/td4KXlDUQL
— Atul Bhobe (@atulbhobe) January 11, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.