Advertisement
Advertisement

কাশ্মীরের ‘পুনর্জন্ম’, উত্তেজনার আশঙ্কায় আরও ৮ হাজার সেনা পাঠাল কেন্দ্র

কাশ্মীরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ 

After scraping Articel 370, 8,000 More Troops Being Sent To Kashmir
Published by: Tanujit Das
  • Posted:August 5, 2019 2:38 pm
  • Updated:August 5, 2019 9:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুনর্জন্ম হল কাশ্মীরের৷ দ্বিতীয়বার বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় ফেরার ১০০ দিনের মধ্যে কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ ধারার বিলুপ্তি ঘটাল কেন্দ্র৷ ওই রাজ্যে ভেঙে গঠন হল লাদাখ ও জম্মু-কাশ্মীর দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের৷ এই সময়ে সেখানকার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে নয়াদিল্লির৷ আর তাই এয়ারলিফট করে উপত্যকায় বাড়তি ৮ হাজার আধাসেনা পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ সশরীরে সেখানে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ 

[ আরও পড়ুন: শাহী কেরামতি! ভোটাভুটি ছাড়াই বাতিল ৩৭০ ধারা, কীভাবে জানেন? ]

Advertisement

গত কয়েকদিনে পর্যায়ক্রমে জম্মু-কাশ্মীরে ৩৫ হাজারের কিছু বেশি সেনা মোতায়েন হয়েছে৷ আর সোমবার ৩৭০ ও ৩৫এ ধারার বিলুপ্তির পর সেখানে, আরও আট হাজার আধাসেনা মোতায়েন করছে কেন্দ্র৷ বায়ুসেনার সি-১৭ বিমানে করে বাড়তি ওই সেনাকে ইতিমধ্যে উপত্যকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ উত্তরপ্রদেশ, ওড়িশা, অসম ও দেশের আরও কিছু প্রান্ত থেকে আধাসেনা পাঠান হচ্ছে উপত্যকায়৷ উত্তপ্ত পরিস্থিতির সুযোগে যাতে কোনও অপ্রীতিকর কার্যকলাপ ঘটাতে না পারে জঙ্গি সংগঠনগুলি, সেজন্যই কেন্দ্রের এই সিদ্ধান্ত৷ এছাড়া সোমবার এই ঐতিহাসিক ঘটনার পর উপত্যকার মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে৷ স্থানীয় সূত্রে খবর, লাদাখ ও জম্মুর বাসিন্দারা কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানালেও, তা এখনও মন থেকে মেনে নিতে পারছে না কাশ্মীরের বাসিন্দারা৷ এই  পরিস্থিতিতে পাথরবাজদের সক্রিয়তার আশঙ্কায়, বাড়তি বাহিনী মোতায়েন করছে মোদি সরকার৷

[ আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে উত্তাল রাজ্যসভা, সংবিধানের প্রতিলিপি ছিঁড়ল পিডিপি সাংসদরা ]

নয়াদিল্লির বিভিন্ন কার্যকলাপে গত কয়েকদিন ধরেই কাশ্মীর নিয়ে জল্পনা বাড়ছিল৷ রাষ্ট্রপতির কাছে ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের প্রস্তাব পেশ হওয়ার আগেই, সোমবার সকাল সাড়ে ৯ টায় বাসভবনে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী৷ তার আগে সাতসকালেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দীর্ঘক্ষণ একান্তে আলোচনা করেন তিনি। তারপর কথা বললেন নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির সঙ্গেও। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এমনকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী৷ সবশেষে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement