সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনাম্মা শশীকলার হাজতবাস এখন সময়ে অপেক্ষা। গতকালই আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় শশীকলাকে ৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সেই রায়ের ভিত্তিতেই রাতারাতি চিনাম্মাকে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়েরই বিরোধিতা করেছেন তিনি। শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে আত্মসমর্পণ করার জন্য বেশ কিছুটা বাড়তি সময়ের আবেদন জানিয়েছিলেন তিনি।
কিন্তু বুধবার সেই আবেদনই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। নিজেদের রায়েই অটল থাকছে সুপ্রিম কোর্ট, এমন কথাই জানিয়ে দেওয়া হল আদালতের তরফে। শশীকলাকে আত্মসমর্পণের জন্য কোনও বাড়তি সময় দেওয়া হবে না, এই কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। প্রসঙ্গত, ৬৬ কোটি টাকা তছরুপের অভিযোগ ছিল শশীকলা নটরাজনের বিরুদ্ধে। আর সেই ভিত্তিতেই সুপ্রিম কোর্ট চার বছরের জেল হেফাজত এবং ১০ কোটি টাকার জরিমানা করেছে চিনাম্মাকে। বুধবার শীর্ষ আদালতে আবেদন খারিজ হয়ে যাওয়ার পর কার্যত ভেঙে পড়েন তিনি। অবশেষে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিলেও জেলে যাওয়ার আগে আম্মা জয়ললিতার সমাধিস্থলে হাজির হয়েছেন শশীকলা। সেখানেও নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রয়াণের পর তাঁর ছেড়ে দেওয়া পদে কে বসবেন তা নিয়ে গত এক সপ্তাহ ধরে শশীকলা এবং পন্নিরসেলভমের মধ্যে তীব্র লড়াই চলছিল৷ সোমবার পয়েজ গার্ডেনে নিজের বাসভবনে দলীয় সমর্থকদের প্রতি ভাষণে পন্নিরের বিরুদ্ধে তোপ দেগেছিলেন শশীকলা৷ বলেছিলেন, পন্নিরকে উসকানি দিচ্ছে ডিএমকে৷ কিন্তু গদিতে যে তিনিই বসছেন, সেই দাবিই আরও দৃঢ়ভাবে তুলে ধরেছিলেন৷ কিন্তু মঙ্গলবার সর্বোচ্চ আদালতের রায়ে এক ঝটকায় ছবিটা পাল্টে গেল৷ পন্নিরসেলভমের মুখ্যমন্ত্রীর পদে বসা সম্পর্কে এখনও ওয়াকিবহাল মহল কোনও মন্তব্য না করলেও চিনাম্মা যে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন না, তা কার্যত স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্টের এই রায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.