Advertisement
Advertisement

Breaking News

মায়াবতীকে ‘কুকুর’ বলে ফের বিতর্কে দয়াশঙ্কর

যদিও সাম্প্রতিক সময়ে মায়াবতীকে ‘লোভী কুকুর’ বলার যে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সেটি অস্বীকার করেছেন দয়াশঙ্কর৷

After ‘prostitute’ slur, expelled BJP leader Dayashankar likens Maya to a ‘dog’
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 5, 2016 4:17 pm
  • Updated:September 5, 2016 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের বাদল অধিবেশনের সময় বিএসপি নেত্রী মায়াবতীকে পতিতা বলে বিতর্কে জড়িয়েছিলেন তৎকালীন উত্তরপ্রদেশের বিজেপি সহ-সভাপতি দয়াশঙ্কর সিং৷ আর সেই অপরাধে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল৷ শুধু তাই নয়, বিএসপি’র তরফে অভিযোগ দায়ের করা হলে দয়াশঙ্করকে গ্রেফতার পর্যন্ত করা হয়৷ কিন্তু এরপরও যেন হুঁশ ফেরেনি প্রাক্তন এই বিজেপি নেতার৷ এতকিছুর পরও আবার মায়াবতীর বিরুদ্ধে কটূমন্তব্য করার অভিযোগ উঠল দয়াশঙ্করের বিরুদ্ধে৷

জানা গিয়েছে, এবার মায়াবতীকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন দয়াশঙ্কর৷ তিনি নাকি বলেছেন, ‘মায়াবতী হল সেই লোভী কুকুরের মতো যে রাস্তায় যে কোনও গাড়ি দেখলেই ধাওয়া করে৷ কিন্তু গাড়ি থামলেই উল্টো দিকে পালায়৷’

Advertisement

এর আগেও রাজনৈতিক বিরোধিতার কারণে মায়াবতীর সম্পর্কে খারাপ মন্তব্য করেছিলেন দয়াশঙ্কর৷ তিনি বলেছিলেন, “কাঁসিরাম যে স্বপ্ন দেখেছিলেন মায়াবতী তা ধূলিসাৎ করে দিয়েছেন৷ এমনকী তিনি যেভাবে টাকার বিনিময়ে টিকিট বন্টন করছেন, পতিতারাও তা করে না৷ সকালে কেউ এক কোটি টাকা দিলে তিনি তাকে টিকিট দিয়ে দেন৷ কিন্তু রাতে যদি আবার কেউ তিন কোটি টাকা দিতে চান তাহলে মায়াবতী আগের জনের টিকিট বাতিল করে নতুন জনকেই টিকিট দিয়ে দেন৷ পতিতারাও নিজেদের খরিদ্দারের প্রতি আনুগত্য দেখান, তিনি তাঁদের চেয়েও খারাপ৷”

দয়াশঙ্করের এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল সংসদ৷ পাশাপাশি, দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছিল তাঁকে৷ কিন্তু তারপরও নিজের এমন বক্তব্যের জন্য বিন্দুমাত্র অনুতাপ ছিল না তাঁর৷

যদিও সাম্প্রতিক সময়ে মায়াবতীকে ‘লোভী কুকুর’ বলার যে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সেটি অস্বীকার করেছেন দয়াশঙ্কর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement