Advertisement
Advertisement
Serum

ফাইজারের পর সেরাম, ভারতের বাজারে অক্সফোর্ডের টিকা আনতে আবেদন পুনাওয়ালার!

সেরাম নাকি ফাইজার, কে পাবে ছাড়পত্র?

Bengali news: After Pfizer, Serum Institute Seeks Approval For Covid Vaccine, claims Sources | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 7, 2020 9:16 am
  • Updated:December 7, 2020 10:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড যুদ্ধ জয়ের আরও কাছে ভারত!  ফাইজারের পর ভ্যাকসিন ভারতে বাজারজাত করতে অনুমতি চাইল সেরাম ইনস্টিটিউট (Serum Institute) । সূ্ত্রের দাবি, ইতিমধ্যে তাঁরা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (Drug Controller General of India) কাছে আবেদনপত্র জমা করেছে। এবার সরকার ছাড়পত্র দেয় কিনা, সেটাই দেখার।

উল্লেখ্য, ব্রিটেনের বাজারে এসেছে ফাইজারের (Pfizer) টিকা। এ সপ্তাহ থেকেই টিকাকরণ শুরু হচ্ছে। এরপরই ভারতের বাজারকে পাখির চোখ করেছে ওই মার্কিন সংস্থা। তাঁদের তৈরি ভ্যাকসিন (Corona Vaccine) ভারতে বাজারজাত করতে ইতিমধ্যে সরকারের কাছে অনুমতি চেয়েছে বলে সূত্রের দাবি। এই খবর প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টার মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনকার তৈরি করোনার সম্ভাব্য টিকা বাজারে আনতে তৎপর সেরামও। প্রথম ভারতীয় সংস্থা হিসেবে তাঁরা ডিসিজিআইয়ের কাছে আবেদন করেছে বলে খবর।

Advertisement

[আরও পড়ুন : আচমকা ঘুরছে মাথা, মুখে ফেনা! করোনা আবহেই ‘রহস্যময়’ রোগে আক্রান্ত অন্ধ্রের বহু মানুষ]

আইসিএমআরের সহযোগিতায় ভারতে আপাতত অক্সফোর্ডের টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। সূত্রের দাবি, সেই পরীক্ষামূলক প্রয়োগে ভালই ফল মিলছে। এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সেরাম তাদের আবেদনে বলেছে, কোভিশিল্ড সুরক্ষিত এবং সহনশীল। কার্যকরীভাবে করোনা রুখতে জনগণের মধ্যে ব্যবহার করা যাবে। সূত্রে মারফত আরও খবর, পরীক্ষার জন্য সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে টিকার ১২ টি ব্যাচ জমা দিয়েছে সেরাম। জমা করেছে বিভিন্ন দেশে পরীক্ষামূলক প্রয়োগের ফলাফলও। 

ভারতে টিকা বন্টন নিয়ে একাধিক বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন রাজ্যের সঙ্গেও বৈঠকও করেছেন তিনি। সেই অনুযায়ী বন্টন ব্যবস্থাও তৈরি হচ্ছে।এবার ডিসিজিআইয়ের দিকে তাকিয়ে সকলে। সেরাম নাকি ফাইজার, ভারতের বাজারে ভ্যাকসিন আনার ছাড়পত্র কে আগে পাবে? ওয়াকিবহাল মহলের মতে, সেই দৌঁড়ে এগিয়ে রয়েছে সেরাম। কারণ, ভারতে ফাইজারের ভ্যাকসিনের এখনও কোনও ট্রায়াল হয়নি। তাই সরাসরি বাজারে ভ্যাকসিন বিক্রির অনুমতি দেওয়াটা ঝুঁকিপূর্ণ। তাছাড়া, ভারত সরকার আশায় বুক বেঁধেছে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে। 

[আরও পড়ুন : প্রথম সংস্থা হিসেবে করোনার ভ্যাকসিন ভারতের বাজারে আনার অনুমতি চাইল ফাইজার!]

এরই মধ্যে আবার এদিনই জানা গেল, কোভ্যাক্সিন বাজারজাত করতে এবার অনুমতি চাইল ভারত বায়োটেকও। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে নাকি ইতিমধ্যেই আবেদন করেছে তারা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement