Advertisement
Advertisement
Waqf bill

ওয়াকফ বিল নিয়ে ‘দ্বিমত’ বিজেপির অন্দরেই! সংসদীয় কমিটির মেয়াদ বাড়ানোর দাবি নিশিকান্তর

বিজেপির একাধিক জোটসঙ্গী ইতিমধ্যেই এই বিল নিয়ে আপত্তি জানিয়েছে।

After Opposition, BJP MP seeks more time for Parliamentary panel on Waqf bill
Published by: Subhajit Mandal
  • Posted:November 27, 2024 6:37 pm
  • Updated:November 27, 2024 6:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন উলট পূরাণ! বিরোধীদের সুরে সুর মিলিয়ে ওয়াকফ বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বাড়ানোর দাবি করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এমনকী কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের তরফেও মেয়াদ বাড়ানোর আবেদন করার ইঙ্গিত মিলেছে বলে খবর।

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনার জন্য তৈরি যৌথ সংসদীয় কমিটির বৈঠক ছিল বুধবার। স্পিকার ওম বিড়লার বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী, শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিন বিলের উপর রিপোর্ট জমা দেওয়ার কথা। কিন্তু গত বৃহস্পতিবার ওই কমিটির বৈঠকে বিরোধীরা মেয়াদ বাড়ানোর দাবি তোলেন। বিরোধীদের বক্তব্য ছিল, খসড়া আইনের পরিবর্তন খুঁটিয়ে দেখার জন্য তাঁদের আরও সময় প্রয়োজন। সেসময় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল ওই দাবিতে বিশেষ আমল দেননি। তিনি পালটা জানিয়ে দেন, রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে।

Advertisement

বুধবারই শেষবার বৈঠকে বসার কথা ছিল ওই কমিটির। এদিন মেয়াদ বাড়ানোর দাবিতে ফের সরব হন বিরোধীরা। এমনকী মেয়াদবৃদ্ধির দাবিতে বিরোধী সাংসদরা ওয়াকআউটও করেন। তার পরই ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে কমিটির মেয়াদবৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি একটি প্রস্তাব পেশ করে বলেন, এই বিল নিয়ে আলোচনার জন্য কমিটির আরও সময়ের প্রয়োজন। এরপর জগদম্বিকা পালও কমিটির মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বলে খবর। তার পরই বিরোধী শিবিরের সাংসদরা আবার কমিটিতে যোগ দেন। উল্লেখ্য, এ পর্যন্ত ওই কমিটি মোট ২৫টি বৈঠকে বসেছে।

বিজেপির একাধিক জোটসঙ্গী ইতিমধ্যেই এই বিল নিয়ে আপত্তি জানিয়েছে। চিরাগ পাসওয়ানের দল এলজেপি, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগেই সতর্ক করেছে, সংখ্যালঘুদের ভাবাবেগের বিষয়টিও খেয়াল রাখা উচিত। এবার বিজেপির অন্দরেই এই বিল নিয়ে দ্বিমত উঠে এল। ফলে ওই বিলটি আদৌ শীতকালীন অধিবেশনে পেশ করা হবে কিনা তাই নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement