Advertisement
Advertisement

Breaking News

আইপিএল-এর বেটিংয়ে স্ত্রীকে বাজি রাখল স্বামী

যাহা মহাভারত, তাহার কিছু তো ভারতও বটে৷ তাই যুধিষ্ঠিরের উত্তরসূরীদের জন্ম বর্তমান সময়েও ঘটে৷ সাম্প্রতিকতম উদাহরণ কানপুরের এক বাসিন্দা৷

After Losing All His Money, UP Man Loses Wife As Stake In IPL Betting
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 29, 2016 4:04 pm
  • Updated:May 29, 2016 7:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কযাহা মহাভারত, তাহার কিছু তো ভারতও বটে৷ তাই যুধিষ্ঠিরের উত্তরসূরীদের জন্ম বর্তমান সময়েও ঘটে৷ সাম্প্রতিকতম উদাহরণ কানপুরের এক বাসিন্দা৷ আইপিএল-এর জুয়ায় সব হারিয়ে নিজের স্ত্রীকেই বাজি রাখেন এই শ্রীমান৷

কানপুরের গোবিন্দ নগরের এই বাসিন্দা পেশায় শেয়ার ট্রেডার৷ তাঁর স্ত্রীয়ের অভিযোগ বিয়ের পরের দিনই স্বামী তাঁর সব গয়না চেয়ে নেন৷ আজ আর তার একটাও অবশিষ্ট নেই৷ তাও জুয়ার নেশা শেষ হয়নি৷ আইপিএল শুরু হওয়া থেকেই একের পর এক বাজি রেখে সব খুঁইয়ে বসেছেন৷ শেষে নিজের স্ত্রীকেও বাজি ধরে বসেন৷

Advertisement

স্বামীর এই কীর্তির কথা স্ত্রী জানতে পারেন যখন স্বামীর জুয়ার সঙ্গীরা তাঁর সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করেন৷ তাঁকে অশ্রাব্য কথা বলতে শুরু করেন৷ বিপদের আঁচ পেয়ে পুলিশে খবর দেন মহিলা৷ পুলিশ এসে গ্রেফতার করে তাঁর স্বামীকে৷ চলছে জিজ্ঞাসাবাদ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement