Advertisement
Advertisement
Rajnath Singh

‘চারবার হেরেও ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তান’, ফের ইসলামাবাদকে তোপ রাজনাথের

চিনকেও নিশানা করেন তিন‌ি।

After losing 4 wars, Pakistan still fighting proxy wars, says Rajnath Singh, also targets China | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 19, 2020 12:06 pm
  • Updated:December 19, 2020 12:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারটে যুদ্ধে হেরেও সন্ত্রাস ছড়িয়ে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তান (Pakistan)। সীমান্তে ঘটিয়ে চলেছে একের পর এক দুষ্কর্ম। শনিবার ভারতীয় বায়ুসেনার এক অনুষ্ঠানে এভাবেই ইসলামাবাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। পাশাপাশি বেজিংকেও নিশানা করলেন তিনি।

হায়দরাবাদের ‘এয়ারফোর্স অ্যাকাডেমি’-তে ওই অনুষ্ঠানে এমনই আক্রমণাত্মক মেজাজে দেখা গেল রাজনাথকে। তাঁর কথায়, ‘‘দেশের পশ্চিমে আমাদের প্রতিবেশী পাকিস্তান সীমান্তে দুষ্কর্ম ঘটিয়েই চলেছে। চারটে যুদ্ধে হেরেও তারা লাগাতার ছায়াযুদ্ধ চালাচ্ছে সন্ত্রাসের মাধ্যমে। আমাদের নিরাপত্তা বাহিনী যেভাবে তাদের সব চক্রান্ত ব্যর্থ করে দিচ্ছে সেজন্য আমি তাদের অভিনন্দন জানাতে চাই।’’  

Advertisement

[আরও পড়ুন: বাংলা সফরে কোন কোন মন্দিরে পুজো দেবেন বিজেপি নেতারা? তৈরি হচ্ছে তালিকা]

কেবল ইমরান খানের দেশ নয়, এদিন তাঁর নিশানায় ছিল চিনও (China)। অতিমারীর (Pandemic) সময়ে তাদের আচরণ সকলেই দেখেছে বলে কটাক্ষ করেন তিনি। রাজনাথ বলেন, ‘‘আপনারা জানেন উত্তর সীমান্তে হওয়া সংঘর্ষের কথা। কোভিডের সময়ে চিনের ওই কাণ্ড থেকে ওদের মনোভাব বোঝা গিয়েছে। তবে আমরাও দেখিয়ে দিয়েছি আমরা কী করতে পারি।’’

তবে ভারত যে যুদ্ধ চায় না, তাও পরিষ্কার করে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানই যে লক্ষ্য তা জানান তিনি। তাঁর কথায়, ‘‘আমরা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চাই। যুদ্ধ নয়, শান্তি চাই। কিন্তু তা বলে দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপস কোনও ভাবেই নয়। যে কোনও পরিস্থিতির জন্যই প্রস্তুত আমরা।’’

[আরও পড়ুন: ‘ওরা বলেছিল অনার কিলিং’, হাথরাস কাণ্ডের চার্জশিট দেখে ন্যায়ের আশায় গোটা পরিবার]

পাশাপাশি ভারতীয় বায়ুসেনার প্রশংসাতে পঞ্চমুখ থাকতে দেখা যায় তাঁকে। বায়ুসেনা যে চিরকালই দুর্দান্ত সাহসের পরিচয় দিয়েছে তা স্মরণ করিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের লোঙ্গেওয়ালা যুদ্ধ থেকে সাম্প্রতিক বালাকোটের এয়ারস্ট্রাইক, দেশের ইতিহাসে সোনালি অধ্যায় হিসেবেই গণ্য হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement