Advertisement
Advertisement

Breaking News

এনডিএ

লোকসভার পর এবার রাজ্যসভাতেও একক সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্তির পথে NDA

পনেরো বছরে প্রথমবারের জন্য উচ্চকক্ষে ১২৩ আসনের ম্যাজিক ফিগার পার করবে কোনও সরকার৷

After Loksabha, NDA set for Rajya Sabha majority next year
Published by: Tanujit Das
  • Posted:May 25, 2019 5:06 pm
  • Updated:May 25, 2019 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪-তে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েও, বহু বিল পাশের ক্ষেত্রে রাজ্যসভায় আটকে গিয়েছে বিজেপি৷ ইউপিএ ও বিজেপিবিরোধী দলগুলি একাধিকবার আটকে দিয়েছে এনডিএকে৷ সংখ্যাতত্ত্বের হিসাব বলছে, ২০২০-তেই  বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সেই ফাঁড়া কাটতে চলেছে৷ অর্থাৎ, ওই বছরই রাজ্যসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে এনডিএ৷ ২৪৫ আসন বিশিষ্ট রাজ্যসভায় ১২৩ আসনের ম্যাজিক ফিগার পার করতে চলেছে জোট৷ তারা হাসিল করতে চলেছে ১২৫ আসন৷ এবং তেমনটা হলে গত পনেরো বছরে প্রথমবারের জন্য উচ্চকক্ষে ১২৩ আসনের ম্যাজিক ফিগার পার করবে কোনও সরকার৷  

[ আরও পড়ুন: হেভিওয়েটরাই ফ্লপ, লোকসভায় পর্যুদস্ত কংগ্রেসের ৯ প্রাক্তন মুখ্যমন্ত্রী]

Advertisement

২০১৪-তে ২৮২ আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল নির্বাচিত হয় বিজেপি৷ ৩৩৬ আসন নিয়ে ক্ষমতায় আসে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট৷ কিন্তু তারপরেও উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা৷ ফলে তিন তালাক, মোটর ভেহিকল বিল, নাগরিকত্ব সংশোধনীর মতো একাধিক বিলের ক্ষেত্রে তাদের নির্ভর করতে হয় বিরোধীদের উপর৷ হিসাব বলছে, আসনের নিরিখে গতবছরই রাজ্যসভায় কংগ্রেসকে ছাপিয়ে গিয়েছে বিজেপি ও তার নেতৃত্বাধীন এনডিএ৷ রাজ্যসভায় বর্তমানে বিজেপির আসন সংখ্যা ৭৩ এবং এনডিএ-র ১০১৷ এছাড়া তিনজন নমিনেটেড প্রার্থী স্বপন দাশগুপ্ত, মেরি কম ও নরেন্দ্র যাদব সমর্থন করেন এনডিএকে৷ অন্যদিকে একক ভাবে কংগ্রেসের আসন ৫০ ও ইউপিএ-র ৬৬৷ এবং তাদের মনোনীত প্রার্থী কেটিএস তুলসির সমর্থন পান রাহুল গান্ধীরা৷ রাজনৈতিক মহলের মতে, এবার হয়তো সেই বাধা কাটতে চলেছে মোদি-শাহদের৷

[ আরও পড়ুন: হারের দায় নিয়ে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ রাহুলের, বাদ সাধল দল ]

জানা গিয়েছে, ২০২০-তে দেশের ১৪ রাজ্য থেকে আরও ১৯ জনকে রাজ্যসভায় সাংসদ হিসাবে পাঠাতে চলেছে এনডিএ৷ উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, গুজরাট ও মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত সাংসদরা যাবেন রাজ্যসভায়৷ এবং সেক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে চলেছে উত্তরপ্রদেশ৷ কারণ ওই রাজ্যেই ৩১০ জন বিধায়ক রয়েছে গেরুয়া শিবিরের৷ এছাড়া অসম থেকে তিনজনকে, রাজস্থান থেকে দু’জনকে এবং ওড়িশার থেকে একজনকে রাজ্যসভায় পাঠাতে পারবে এনডিএ৷ তামিলনাড়ু থেকে ছ’জনকে রাজ্যসভায় পাঠাতে পারবে বিজেপির শরিক দল এআইএডিএমকে৷ এবং এর সাহায্যেই গত পনেরো বছরে প্রথমবারের জন্য উচ্চকক্ষে ১২৩ আসনের ম্যাজিক ফিগার পার করতে চলেছে কোনও সরকার৷ বিজেপি নেতৃত্বাধীন এই জোটের ঝুলিতে যেতে চলেছে ১২৫টি আসন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement