Advertisement
Advertisement
Kartarpur Gurdwara

ভেঙে পড়ল কর্তারপুর গুরুদ্বারের গম্বুজ, পাকিস্তানকে সারিয়ে দিতে বলল ভারত

শিখদের অনুভূতিকে সম্মান জানানোর পরামর্শ দেওয়া হয়েছে ইসলামাবাদকে।

After Kartarpur Gurdwara Domes Fall, India Tells Pak To Repair Them

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:April 19, 2020 6:11 pm
  • Updated:April 19, 2020 6:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের মৃত্যুমিছিলের মধ্যেই প্রবল ঝড়-বৃষ্টির জেরে ভেঙে পড়ল কর্তারপুর গুরুদ্বারের দুটি গম্বুজ। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই পাকিস্তানকে ওই গম্বুজ দুটি সারিয়ে দিতে বলল ভারত।

সূত্রের খবর, কয়েকদিন আগে কর্তারপুর এলাকায় প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়। এর জেরে কর্তারপুর গুরুদ্বারের দুটি গম্বুজ ভেঙে পড়ে। বিষয়টি জানতে পারার পরেই পাকিস্তানকে সেগুলি সারিয়ে দিতে বলে ভারত। দিল্লির তরফে ইসলামাবাদকে জানানো হয়, পাকিস্তানে অবস্থিত কর্তারপুর গুরুদ্বার সম্পর্কে সারা বিশ্বের শিখদের মনে প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে। ভারতের কাছেও ওই জায়গাটির অসীম গুরুত্ব। তাই সেখানকার দুটি গম্বুজ ভেঙে পড়ার কথা শুনে শিখধর্মাবলম্বী মানুষরা খুব দুঃখ পেয়েছেন। আশাকরি পাকিস্তানের সরকার তাঁদের বিশ্বাস ও ভক্তির মনোভাবকে সম্মান জানিয়ে ওই গম্বুজগুলি দ্রুত সারাবে। পাশাপাশি কিছুদিন আগে তৈরি হওয়া গম্বুজগুলি কেন ভেঙে পড়ল তাও তদন্ত করে দেখা হবে।

Advertisement

[আরও পড়ুন: ভুলের মাশুল! জোর করে জীবাণুনাশক খাইয়ে খুন উত্তরপ্রদেশের সাফাইকর্মীকে ]

প্রসঙ্গত উল্লেখ্য, অনেক কাঠখড় পোড়ানোর পর গত বছরের ৯ নভেম্বর ভারত থেকে পাকিস্তানের কর্তারপুর গুরুদ্বারে যাতায়াত শুরু করেন শিখ সম্প্রদায়ের মানুষরা। মার্চের মাঝামাঝি পর্যন্ত ভারত থেকে ৪৪ হাজার ৯৫১ জন মানুষ পাকিস্তানে গিয়ে গুরু নানকের স্মৃতিবিজড়িত ওই গুরুদ্বার দর্শন করেন। তবে গত ১৫ মার্চ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য ভারতের পক্ষ থেকে পাকিস্তানে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়।

[আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদের জন্য দরাজ কেন্দ্র! অন্ন-বাসস্থানের পর কর্মসংস্থানের নির্দেশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement