Advertisement
Advertisement

Breaking News

আইপিএল ফাইনাল উপভোগ ‘ফেরার’ মালিয়ার, ভাইরাল ভিডিও

ক প্রাইভেট থিয়েটার হলে সদ্যসমাপ্ত নবম আইপিএলের ফাইনাল উপভোগ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম মালিক৷

After-IPL-Final-This-Sid-And-Vijay-Mallya-Video-Is-Going-Viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 1, 2016 10:50 am
  • Updated:June 1, 2016 11:05 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে কোণঠাসা করার যত চেষ্টাই হোক না কেন, লন্ডনে বেশ খোশমেজাজেই আছেন বিতর্কিত শিল্পপতি, ঋণখেলাপি লিকার ব্যারন বিজয় মালিয়া৷ অন্তত ছেলে সিদ্ধার্থ মালিয়ার পোস্ট করা ভিডিওতে তারই প্রমাণ মিলেছে৷ প্রায় ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্কঋণ বকেয়া রেখে দেশ ছেড়ে লন্ডনে ঘাঁটি গেড়েছেন মালিয়া৷ তারপর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি৷ ইতিমধ্যে তাঁকে দেশে ফেরাতে নানা ধরনের তৎপরতা শুরু করেছে তদন্তকারী সংস্থাগুলি৷ মালিয়ার কূটনৈতিক পাসপোর্ট বাতিল থেকে শুরু করে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি, ইণ্টারপোলকে রেড কর্নার নোটিস জারির অনুরোধ, কিছুই বাকি নেই৷ কিন্তু এসব ঘটনা মালিয়ার উপর কোনও প্রভাবই ফেলেনি৷ রবিবার রাতে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নিয়ে লন্ডনের এক প্রাইভেট থিয়েটার হলে সদ্যসমাপ্ত নবম আইপিএলের ফাইনাল উপভোগ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম মালিক৷ ঘরের মধ্যে ছড়িয়ে ছিল আরসিবি-র নানা স্মারকও৷ যদিও আরসিবি-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ৷ এই হারের পিছনে অন্তর্ঘাতের তত্ত্বও খাড়া করেছেন মালিয়া৷ এমনকী, বাবার পাশে বসে সেই দিনই মোনাকো গ্রঁ প্রি-তে ফোর্স ইন্ডিয়ার ভাল ফলের কথা উচ্ছ্বসিত হয়ে জানিয়েছেন সিদ্ধার্থও৷ বিতর্ক তৈরি হওয়ার পর ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি আরসিবি-র ডিরেক্টর পদ থেকেও ইস্তফা দেন মালিয়া৷ তবে তিনি এখনও দলের চিফ মেণ্টর৷ সিদ্ধার্থ এখনও আরসিবি ফ্র্যাঞ্চাইজির অন্যতম ডিরেক্টর৷

প্রায় সতেরোটি ব্যাঙ্ক মালিয়ার থেকে ৯৪০০ কোটি টাকা পায়৷ অন্তত পাঁচটি তদন্তকারী সংস্থা তাঁর পিছনে পড়ে রয়েছে৷ মামলা চলছে সুপ্রিম কোর্টে৷ মালিয়াকে দেশ থেকে বের করে না দিলেও আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ জানাতে বলেছে ব্রিটেন৷ কিন্তু দেখা যাচ্ছে, সিবিআই, এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস, আয়কর, পরিষেবা কর দফতর হন্যে হয়ে ঘুরলেও ব্রিটেনের রাজধানীতে বেশ খোশমেজাজে নিশ্চিন্ত দিনযাপন করছেন ‘ফেরার’ মালিয়া৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement