Advertisement
Advertisement

Breaking News

লালকেল্লার পর এবার পালা কীসের? কংগ্রেসের প্রশ্নে নেটদুনিয়ায় দেদার মশকরা

কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিতে পারছে না আম জনতা।

After handing over the Red Fort to the Dalmia group, which is the next distinguished location that the BJP government will lease out to a private entity?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 29, 2018 4:21 pm
  • Updated:August 24, 2018 5:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাফিয়ে বেড়েছে জনপ্রিয়তা৷ বেড়েছে মত প্রকাশের স্বাধীনতা৷ সাদা-কালোর পার্থক্য ঘুচিয়ে কখন সমাজনীতি, কখন আবার রাজনীতির ময়দানে উঠেছে তুমুল ঝড়৷ কখন ভেসেছে আবেগে, কখনও আবার বিতর্কে নিজের নিজের অবস্থান বুঝিয়েছে সোশ্যাল মিডিয়া৷ এবারেও সেই সোশ্যাল মিডিয়ার উপর ভর করে বিজেপিকে কাবু করতে লালকেল্লা ইস্যুতে মাঠে নামল কংগ্রেস৷ লালকেল্লার রক্ষণাবেক্ষণের দায়িত্ব শিল্পগোষ্ঠীর হাতে তুলে দেওয়ার পর এবার কোনও স্মারককে নিলামে তুলবে কেন্দ্র? এই প্রশ্ন তুলে টুইটারে জনমত সমীক্ষা চালাল কংগ্রেস৷ কংগ্রেসের সমীক্ষায় এবার উঠে এল চাঞ্চল্যকর উত্তর৷ সোশ্যাল দুনিয়া জুড়ে চলল চূড়ান্ত বিদ্রূপ।

[কর্পোরেট সংস্থাকে লালকেল্লা দেখভালের দায়িত্ব দিল কেন্দ্র, তীব্র নিন্দা কংগ্রেসের]

শনিবার কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি প্রশ্ন রাখা হয়৷ বলা হয়, লালকেল্লার পর এবার কোন ঐতিহাসিক নিদর্শনকে নিলামে তুলবে বিজেপি সরকার? চারটি উত্তরের মধ্যে একটি বেছে নিতে বলা হয়৷ বিকল্প উত্তরে বলা হয়, ভারতীয় সংসদ ভবনকে নিলামে তোলার পক্ষে মতামত দেন ১৭ শতাংশ মানুষ৷ লোককল্যাণ মার্গে ভোট পড়ে ৭ শতাংশ৷ সুপ্রিম কোর্ট নিলামে তোলার দাবি জানান ১৫ শতাংশ মানুষ৷ উল্লেখযোগ্য বিষয়, সংসদ ভবন, লোককল্যাণ মার্গ ও সুপ্রিম কোর্ট এই তিনটিকেই একসঙ্গে নিলামে তোলার ব্যাপারে মত প্রকাশ করে ৬১ শতাংশ৷ কয়েক ঘণ্টায় প্রায় ১০ হাজার টুইটার ব্যবহারকারী তাঁদের মত প্রকাশ করেন৷

Advertisement

মতামত জানানোর সঙ্গে সঙ্গে চলতে থাকে মন্তব্যের বন্যা৷ অনেকেই কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর বাসভবন ১০ জনপথকেও নিলামে তোলার দাবি জানান৷ এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনকেও নিলামে উঠতে দেখতে চান বলে মন্তব্য করেন বেশ কয়েকজন৷ কংগ্রেসের জনমত সমীক্ষা টুইটারে ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় তুমুল বিতর্ক৷ বিজেপি ও কংগ্রেস সমর্থকদের মধ্যে শুরু হয় মন্তব্যের বন্যা৷ তবে, মন্তব্যের বন্যা বয়ে গেলেও আদতে ভারতীয় ঐতিহ্যের নিদর্শনকে এভাবে বিদেশি সংস্থার হাতে রক্ষণাবেক্ষণের জন্য তুলে দেওয়ার বিষয়টি কোনও ভাবেই মেনে নিতে পারছেন না দেশের আম জনতা৷

[কংগ্রেস না থাকলে কৃষকের জমি ছিনিয়ে নেবেন মোদি, তীব্র আক্রমণ রাহুলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement