সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাফিয়ে বেড়েছে জনপ্রিয়তা৷ বেড়েছে মত প্রকাশের স্বাধীনতা৷ সাদা-কালোর পার্থক্য ঘুচিয়ে কখন সমাজনীতি, কখন আবার রাজনীতির ময়দানে উঠেছে তুমুল ঝড়৷ কখন ভেসেছে আবেগে, কখনও আবার বিতর্কে নিজের নিজের অবস্থান বুঝিয়েছে সোশ্যাল মিডিয়া৷ এবারেও সেই সোশ্যাল মিডিয়ার উপর ভর করে বিজেপিকে কাবু করতে লালকেল্লা ইস্যুতে মাঠে নামল কংগ্রেস৷ লালকেল্লার রক্ষণাবেক্ষণের দায়িত্ব শিল্পগোষ্ঠীর হাতে তুলে দেওয়ার পর এবার কোনও স্মারককে নিলামে তুলবে কেন্দ্র? এই প্রশ্ন তুলে টুইটারে জনমত সমীক্ষা চালাল কংগ্রেস৷ কংগ্রেসের সমীক্ষায় এবার উঠে এল চাঞ্চল্যকর উত্তর৷ সোশ্যাল দুনিয়া জুড়ে চলল চূড়ান্ত বিদ্রূপ।
শনিবার কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি প্রশ্ন রাখা হয়৷ বলা হয়, লালকেল্লার পর এবার কোন ঐতিহাসিক নিদর্শনকে নিলামে তুলবে বিজেপি সরকার? চারটি উত্তরের মধ্যে একটি বেছে নিতে বলা হয়৷ বিকল্প উত্তরে বলা হয়, ভারতীয় সংসদ ভবনকে নিলামে তোলার পক্ষে মতামত দেন ১৭ শতাংশ মানুষ৷ লোককল্যাণ মার্গে ভোট পড়ে ৭ শতাংশ৷ সুপ্রিম কোর্ট নিলামে তোলার দাবি জানান ১৫ শতাংশ মানুষ৷ উল্লেখযোগ্য বিষয়, সংসদ ভবন, লোককল্যাণ মার্গ ও সুপ্রিম কোর্ট এই তিনটিকেই একসঙ্গে নিলামে তোলার ব্যাপারে মত প্রকাশ করে ৬১ শতাংশ৷ কয়েক ঘণ্টায় প্রায় ১০ হাজার টুইটার ব্যবহারকারী তাঁদের মত প্রকাশ করেন৷
After handing over the Red Fort to the Dalmia group, which is the next distinguished location that the BJP government will lease out to a private entity? #IndiaSpeaks
— Congress (@INCIndia) April 28, 2018
মতামত জানানোর সঙ্গে সঙ্গে চলতে থাকে মন্তব্যের বন্যা৷ অনেকেই কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর বাসভবন ১০ জনপথকেও নিলামে তোলার দাবি জানান৷ এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনকেও নিলামে উঠতে দেখতে চান বলে মন্তব্য করেন বেশ কয়েকজন৷ কংগ্রেসের জনমত সমীক্ষা টুইটারে ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় তুমুল বিতর্ক৷ বিজেপি ও কংগ্রেস সমর্থকদের মধ্যে শুরু হয় মন্তব্যের বন্যা৷ তবে, মন্তব্যের বন্যা বয়ে গেলেও আদতে ভারতীয় ঐতিহ্যের নিদর্শনকে এভাবে বিদেশি সংস্থার হাতে রক্ষণাবেক্ষণের জন্য তুলে দেওয়ার বিষয়টি কোনও ভাবেই মেনে নিতে পারছেন না দেশের আম জনতা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.