Advertisement
Advertisement

নোট বাতিলে কাশ্মীরে সন্ত্রাস প্রায় বন্ধ, মোদিকে সাধুবাদ পারিক্করের

বহিরাগত মদতে সন্ত্রাসবাদী কার্যকলাপের মেরুদণ্ড কার্যত ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী

After demonetisation no report of stone throwing in valley, parrikar backs modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 15, 2016 1:33 pm
  • Updated:November 15, 2016 1:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের সন্ত্রাসের পুঁজিতে মোক্ষম সময়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এক আঘাতেই প্রায় মেরুদণ্ড ভেঙে দিয়েছেন ভূস্বর্গে সন্ত্রাসে মদত দেওয়া বহিরাগতদের৷ এমনটাই জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷

তাঁর কথায়, এতদিন উপত্যকায় সন্ত্রাস ছড়ানোর জন্য ৫০০ ও ১০০০ টাকার নোট প্রচুর পরিমানে ব্যবহার করা হত৷ পুলিশ ও সেনার দিকে পাথর ছোড়ার জন্য মাথাপিছু ৫০০ টাকা দর ছিল৷ আর অন্যান্য সন্ত্রাসবাদী কার্যকলাপ ও বিক্ষোভ প্রদর্শনের জন্য ১০০০ টাকা করে দেওয়া হত৷ প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের মাস্টারস্ট্রোকে সন্ত্রাসে মদত দেওয়া এই বিশাল অর্থভান্ডারেই বড় আঘাত হানা গিয়েছে৷ ফলে এখন কাশ্মীরের পরিস্থিতি অনেকটা হলেও শান্ত৷

Advertisement

সীমান্তে কিছু অনুপ্রবেশের ঘটনা ঘটছে বটে৷ পাক সেনা যুদ্ধবিরতি লঙ্ঘনেরও বেশ কয়েকবার চেষ্টা করেছে৷ তবে বহিরাগত মদতে সন্ত্রাসবাদী কার্যকলাপের মেরুদণ্ড কার্যত ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ এর জন্য মোদিকে ধন্যবাদও দিয়েছেন পারিক্কর৷ তিনি জানিয়েছেন, এর ফলে শুধু জম্মু-কাশ্মীর নয় দেশের অন্যান্য সীমান্তে সন্ত্রাসবাদ, চোরাচালানও অনেকটা রোখা সম্ভব হয়েছে৷ এমনকী মাদক পাচারের রমরমাও অনেকটা রুখতে সক্ষম হয়েছে প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্ত৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement