সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের সন্ত্রাসের পুঁজিতে মোক্ষম সময়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এক আঘাতেই প্রায় মেরুদণ্ড ভেঙে দিয়েছেন ভূস্বর্গে সন্ত্রাসে মদত দেওয়া বহিরাগতদের৷ এমনটাই জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷
তাঁর কথায়, এতদিন উপত্যকায় সন্ত্রাস ছড়ানোর জন্য ৫০০ ও ১০০০ টাকার নোট প্রচুর পরিমানে ব্যবহার করা হত৷ পুলিশ ও সেনার দিকে পাথর ছোড়ার জন্য মাথাপিছু ৫০০ টাকা দর ছিল৷ আর অন্যান্য সন্ত্রাসবাদী কার্যকলাপ ও বিক্ষোভ প্রদর্শনের জন্য ১০০০ টাকা করে দেওয়া হত৷ প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের মাস্টারস্ট্রোকে সন্ত্রাসে মদত দেওয়া এই বিশাল অর্থভান্ডারেই বড় আঘাত হানা গিয়েছে৷ ফলে এখন কাশ্মীরের পরিস্থিতি অনেকটা হলেও শান্ত৷
সীমান্তে কিছু অনুপ্রবেশের ঘটনা ঘটছে বটে৷ পাক সেনা যুদ্ধবিরতি লঙ্ঘনেরও বেশ কয়েকবার চেষ্টা করেছে৷ তবে বহিরাগত মদতে সন্ত্রাসবাদী কার্যকলাপের মেরুদণ্ড কার্যত ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ এর জন্য মোদিকে ধন্যবাদও দিয়েছেন পারিক্কর৷ তিনি জানিয়েছেন, এর ফলে শুধু জম্মু-কাশ্মীর নয় দেশের অন্যান্য সীমান্তে সন্ত্রাসবাদ, চোরাচালানও অনেকটা রোখা সম্ভব হয়েছে৷ এমনকী মাদক পাচারের রমরমাও অনেকটা রুখতে সক্ষম হয়েছে প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্ত৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.