সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমনে ব্যর্থ মোদি সরকার। উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে মোদির ‘পুরুষালি’, ‘বলশালী’ বা ‘মিলিটারি’ কায়দা কাজে আসেনি। রবিবার এমনই মন্তব্য করলেন প্রাক্তন অর্থমন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পালটা তাঁকে আক্রমণ করে বিজেপি নেতৃত্বের অভিযোগ, ভারতে বসে পাকিস্তানের ভাষায় কথা বলছেন কংগ্রেস নেতা।
এদিন রীতিমতো পরিসংখ্যান পেশ করে কাশ্মীরে মোদি সরকারের নীতির সমালোচনা করেন চিদম্বরম। গত ৩১ ডিসেম্বর আধাসেনা ক্যাম্পে জঙ্গি হামলায় পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় কেন্দ্রের সমালোচনা করেন তিনি। টুইটে লেখেন, ২০১৪ থেকে ২০১৭-র মধ্যে কাশ্মীরে সাধারণ মানুষ ও জওয়ানদের মৃত্যুর হার প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১৪-তে যেখানে ২৮ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, সেখানে ২০১৭-তে মারা গিয়েছেন ৫৭ জন। ২০১৪-তে ৪৭ জন জওয়ানের মৃত্যু হলেও ২০১৭-তে শহিদ হয়েছেন ৮৩ জন। প্রাক্তন অর্থমন্ত্রীর অভিযোগ, কোথায় মোদি সরকারের কাশ্মীর-নীতি? সময় হয়েছে, জম্মু ও কাশ্মীর ইস্যুতে সজাগ হওয়ার। বিষয়টি এড়িয়ে না গিয়ে স্থায়ী সমাধান খোঁজার সময় এসে গিয়েছে।
5. It was claimed that the hard, muscular, militaristic approach will put an end to infiltration and militancy. Has it? pic.twitter.com/AkT6ESrbJe
— P. Chidambaram (@PChidambaram_IN) January 7, 2018
3. On the eve of the election in Gujarat, the government appointed Mr Dineshwar Sharma as Special Representative (SR), but his mandate was not clear.
— P. Chidambaram (@PChidambaram_IN) January 7, 2018
প্রাক্তন অর্থমন্ত্রীর আরও অভিযোগ, গুজরাট ভোটের আগে দীনেশ্বর শর্মাকে কাশ্মীরের বিশেষ প্রতিনিধি হিসাবে নিয়োগ করে কী লাভ হল? তিনি কি আদৌ কোনও কাজ করার স্বাধীনতা পেয়েছেন? মোদি নয়, উপত্যকায় প্রকৃত শান্তি খুঁজতে বাজপেয়ী ও মনমোহন সিংই একমাত্র সচেষ্ট হয়েছেন বলে টুইট করেছেন চিদম্বরম। একই সুর শোনা গিয়েছে আর এক কংগ্রেস নেতা কপিল সিব্বলের গলাতেও। তিনি প্রশ্ন তুলেছেন, মোদি সরকারের আমলে প্রায় নিত্যদিনই পুলিশকর্মী ও নিরাপত্তারক্ষী শহিদ হচ্ছেন। কেন্দ্র এর কী ব্যাখ্যা দেবে? জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের আইইডি বিস্ফোরণে চার পুলিশকর্মীর মৃত্যুতে এই প্রশ্ন তোলেন কপিল।
Modi’s rhetoric has come apart .
Soldiers and policemen martyred almost daily . Will Government explain ? When will we stop losing lives ?— Kapil Sibal (@KapilSibal) January 7, 2018
পালটা আসরে নেমে পড়েছে বিজেপিও। বিজেপির মুখপাত্র নরসিমা রাও চিদম্বরমকে পাকিস্তানের ভাষায় কথা বলছেন বলে অভিযুক্ত করেছেন। তাঁর টুইট, ‘চিদম্বরমজি, কাশ্মীর নিয়ে আপনার নীতি ধ্বংস ডেকে আনবে। আমাদের সেনা দারুন কাজ করছে। তাঁদের পাশে দাঁড়ান। ভারত-বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকুন।’ আর একটি টুইটে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেসেরও সমালোচনা করেন তিনি।
Do you ever see Cong leaders attack Pak for killing our soldiers? No.They dine with Pak, rejoice Hafiz Saeed’s release, show “fake” concern for forces but abuse them & their Twitter handles act as Poodles of Pakistan. Shame on @INCIndia & @OfficeOfRG @PChidambaram_IN @KapilSibal
— GVL Narasimha Rao (@GVLNRAO) January 7, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.