সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৫১ দিন পর কারফিউ উঠেছে কাশ্মীরে৷ কিন্তু তারপরও শান্ত হল না উপত্যকার পরিস্থিতি৷ বিরোধীদের প্রতিবাদে নতুন করে অশান্ত হল ভূস্বর্গ৷ বারামুল্লা জেলায় ফের শুরু হল অশান্তি৷ সংঘর্ষে মৃত ১৫ বছরের এক কিশোর৷
মাত্র ক’দিন আগেই টানা কারফিউ থেকে মুক্ত হয়েছিল কাশ্মীর৷ আশা করা গিয়েছিল আবার স্বাভাবিক হবে জনজীবন৷ কিন্তু হিতে বিপরীত হল৷ কারফিউ তোলার পর আবার নতুন করে অশান্ত হল কাশ্মীর৷ উত্তর কাশ্মীরের সোপর বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্ত্প্ত হয়ে ওঠে৷ পাথর ছুঁড়ে প্রতিবাদ চলতে থাকলে বাধ্য হয়েই প্রতিরক্ষায় নামে নিরাপত্তারক্ষীরা৷ তার জেরেই দানিশ মনজুর নামে ওই কিশোর-সহ আরও ছয়জন আহত হয়৷ পরে ওই কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয় বলে জানা যাচ্ছে৷
তবে কাশ্মীরের বেশ কিছু অংশে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে জনজীবন৷ বেসরকারি যানবাহনের চলাচলও দেখা যাচ্ছে পথে৷ কিন্তু সোপরের ঘটনা অশনিসঙ্কেত হয়ে থাকল৷ সেনা কঠোর হাতে দমন না করলে কীভাবে শান্তি ফিরবে কাশ্মীরে, তা নিয়ে চিন্তিত প্রশাসন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.