Advertisement
Advertisement

Breaking News

Odisha

বিহারের পর ওড়িশা, জাতিগত জনগণনার ফল প্রকাশ করতে চায় নবীন পট্টনায়েক সরকার

মোদির আক্রমণের আবহেই ভাবনাচিন্তা বিজু জনতা দলের।

After Bihar, Odisha conducts caste census, considers releasing report। Sangbad Pratidin

ফাইল ফটো

Published by: Biswadip Dey
  • Posted:October 4, 2023 1:00 pm
  • Updated:October 4, 2023 1:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের (Bihar) জাতিগত গণনার ফলাফল প্রকাশিত হয়েছে সম্প্রতি। এবার জানা গেল, ওড়িশাতেও এই গণনা করা হয়েছে। যার ফল প্রকাশ্যে আনার ব্যাপারে ভাবনাচিন্তা করছে নবীন পট্টনায়েক সরকার। এমনটাই দাবি, বিজু জনতা দলের এক বিধায়কের।

এই মাসের শুরুতেই প্রকাশিত হয়েছিল বিহারের জাতিগত গণনার ফলাফল। তাতে দেখা গিয়েছে বিহারের জনসংখ্যার ৬৩ শতাংশ অনগ্রসর শ্রেণি সম্প্রদায়ের। তার মধ্যে ৩৬ শতাংশই অত্যধিক অনগ্রসর শ্রেণিভুক্ত। আগস্ট মাসেই শেষ হয়েছিল জাতিগত জনগণনার কাজ। যদিও এই জনগণনা নিয়ে প্রবল আপত্তি তুলেছিল বিজেপি-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। ফলাফল প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) তোপ দেগেছিলেন নীতীশ কুমার প্রশাসনের বিরুদ্ধে। তিনি বলেন, ৬০ বছর ধরে এইভাবেই মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে। কিন্তু এবার ওড়িশার জাতিগত জনগণনার কথাও প্রকাশ্যে এল।

Advertisement

[আরও পড়ুন: পাখির চোখ লোকসভা নির্বাচন? ২০২৪ সালের গোড়াতেই বন্দে ভারতে থাকবে স্লিপার কোচ]

উল্লেখ্য, আসন্ন জনগণনায় তফসিলি জাতি ও উপজাতি ছাড়া আর কোনও জাতপাতের উল্লেখ না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কিন্তু বিহারের পর একই পথে হাঁটতে চাইছে ওড়িশাও। এদিকে কর্নাটকের বর্ষীয়ান কংগ্রেস নেতা এম বীরাপ্পা মৈলি দাবি করেছেন, ২০১৩-১৮ সালে দক্ষিণী রাজ্যে তৎকালীন সিদ্দারামাইয়া সরকারের আমলে যে গণনা হয়েছিল তার ফলাফল প্রকাশ করা হোক।

[আরও পড়ুন: গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে আঘাত, নিউজক্লিকের ঘটনায় সরব দেশের সাংবাদিকরা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement