Advertisement
Advertisement

পরিচ্ছন্নতায় প্রথম হয়ে সিকিমের লক্ষ্য এবার দারিদ্রমুক্তি

ওঁরা পারে, আমরা কি পারি না?

After becoming cleanest state, Sikkim Is Now Working to Become Poverty Free
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 27, 2016 2:08 pm
  • Updated:August 20, 2020 10:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবশেষে রাজতন্ত্র ত্যাগ করেছিল৷ ১৯৭৫ সালে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল সিকিম৷ ইতিমধ্যেই দেশের অন্যতম পরিষ্কার রাজ্য হয়ে উঠেছে নিজের জোরে৷ এবারে দেশের পূর্বাঞ্চলের এই রাজ্যের লক্ষ্য সম্পূর্ণ দারিদ্রমুক্ত রাজ্য হয়ে ওঠা৷

মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের কথায়, প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানের অনেক আগে থেকেই স্বচ্ছ হওয়ার লক্ষ্যে এগোতে শুরু করেছে সিকিম৷ প্রায় এক দশক আগে রাজ্যে শুরু হয়েছিল এই অভিযান৷ রাজ্যের সব বাড়িতেই রয়েছে পাকা শৌচাগার, যেখানে-সেখানে ময়লা কেউ ফেলেন না, প্রকাশ্যে ধূমপান কিংবা শৌচকর্মও করেন না৷

Advertisement

প্রকাশ্যে শৌচকর্ম করার জরিমানা ৫০০ টাকা এবং ধূমপান করলে দিতে হবে ২০০ টাকা৷ তবে চামলিংয়ের দাবি, জরিমানার ভয়ে নয়, শৃঙ্খলাবদ্ধ জনতার সৌজন্যেই দেশের অন্যতম পরিষ্কার রাজ্যের তকমা পেয়েছে সিকিম৷ এই নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার জোরেই খুব শিগগিরিই সিকিম দেশের দারিদ্রমুক্ত রাজ্য হওয়ার পথে এগোচ্ছে বলে তাঁর বিশ্বাস৷

সাম্প্রতিক সমীক্ষার নিরিখে সিকিমে দারিদ্রসীমার নিচে বসবাস করেন মাত্র ৮ শতাংশ মানুষ৷ এই সংখ্যা শূন্যে পরিণত করার লক্ষ্যেই এগোচ্ছে সিকিম৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement