Advertisement
Advertisement

Breaking News

পরিচ্ছন্নতায় প্রথম হয়ে সিকিমের লক্ষ্য এবার দারিদ্রমুক্তি

ওঁরা পারে, আমরা কি পারি না?

After becoming cleanest state, Sikkim Is Now Working to Become Poverty Free
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 27, 2016 2:08 pm
  • Updated:August 20, 2020 10:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবশেষে রাজতন্ত্র ত্যাগ করেছিল৷ ১৯৭৫ সালে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল সিকিম৷ ইতিমধ্যেই দেশের অন্যতম পরিষ্কার রাজ্য হয়ে উঠেছে নিজের জোরে৷ এবারে দেশের পূর্বাঞ্চলের এই রাজ্যের লক্ষ্য সম্পূর্ণ দারিদ্রমুক্ত রাজ্য হয়ে ওঠা৷

মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের কথায়, প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানের অনেক আগে থেকেই স্বচ্ছ হওয়ার লক্ষ্যে এগোতে শুরু করেছে সিকিম৷ প্রায় এক দশক আগে রাজ্যে শুরু হয়েছিল এই অভিযান৷ রাজ্যের সব বাড়িতেই রয়েছে পাকা শৌচাগার, যেখানে-সেখানে ময়লা কেউ ফেলেন না, প্রকাশ্যে ধূমপান কিংবা শৌচকর্মও করেন না৷

Advertisement

প্রকাশ্যে শৌচকর্ম করার জরিমানা ৫০০ টাকা এবং ধূমপান করলে দিতে হবে ২০০ টাকা৷ তবে চামলিংয়ের দাবি, জরিমানার ভয়ে নয়, শৃঙ্খলাবদ্ধ জনতার সৌজন্যেই দেশের অন্যতম পরিষ্কার রাজ্যের তকমা পেয়েছে সিকিম৷ এই নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার জোরেই খুব শিগগিরিই সিকিম দেশের দারিদ্রমুক্ত রাজ্য হওয়ার পথে এগোচ্ছে বলে তাঁর বিশ্বাস৷

সাম্প্রতিক সমীক্ষার নিরিখে সিকিমে দারিদ্রসীমার নিচে বসবাস করেন মাত্র ৮ শতাংশ মানুষ৷ এই সংখ্যা শূন্যে পরিণত করার লক্ষ্যেই এগোচ্ছে সিকিম৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement