Advertisement
Advertisement
অ্যাডভাইজারি

কাশ্মীর ইস্যুতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা, রাজ্যগুলিকে অ্যাডভাইজারি কেন্দ্রের

গুজব রুখতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ নজরদারির পরামর্শ স্বরাষ্ট্র মন্ত্রকের৷

After Article 370 scrapped, MHA advisory asks all states
Published by: Tanujit Das
  • Posted:August 5, 2019 6:43 pm
  • Updated:August 5, 2019 6:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ অবলুপ্তিতে অশান্তি তৈরি হতে পারে গোটা দেশে৷ এই আশঙ্কায় গোটা দেশের নিরাপত্তা আঁটসাঁট করার জন্য রাজ্যগুলিকে  অ্যাডভাইজারি বা পরামর্শপত্র পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক৷ ইতিমধ্যেই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের কাছে পৌঁছে গিয়েছে কেন্দ্রের সেই পরামর্শপত্র৷ যেখানে স্পষ্টভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কথা উল্লেখ করা হয়েছে৷

[ আরও পড়ুন: নিয়ন্ত্রণে আসবে সন্ত্রাসবাদ, কমবে অনুপ্রবেশ? কাশ্মীরের পুনর্বিন্যাসের সুফল কী? ]

Advertisement

সূত্রের খবর, সোমবার দুপুরে নবান্নে এসে পৌঁছেছে কেন্দ্রের সেই অ্যাডভাইজারি বা আগাম পরামর্শপত্র৷ এরপরই তৎপর হয়েছে রাজ্য সরকারও৷ সংশ্লিষ্ট মন্ত্রকের আশঙ্কা, এই পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ্যে অরাজক পরিবেশ তৈরি করতে তৎপর হতে পারে দুষ্কৃতীরা৷ এ রাজ্যে বসবাসকারী কাশ্মীরিদের উপর হামলা হতে পারে৷ কাশ্মীর থেকে আগত পড়ুয়াদের অপদস্থ করা হতে পারে৷ ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াতে সচেষ্ট হতে পারে একটা অংশ৷ জানা গিয়েছে, এই একগুচ্ছ আশঙ্কা থেকে রাজ্যগুলিকে আগাম সতর্ক হওয়ার বার্তা দেওয়া হয়েছে৷ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নিরাপত্তা কঠোর করারও পরামর্শ দেওয়া হয়েছে৷ 

[ আরও পড়ুন: বিতর্কিত ৩৭০ ধারা কী, এর গুরুত্বই বা কতটা? জানুন বিস্তারিত ]

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, নিরাপত্তা বাড়ানো হয়েছে জম্মু-কাশ্মীরের প্রতিবেশী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায়৷ দিল্লি মেট্রোতেও জারি হয়েছে সতর্কতা৷ সোমবার সকালে ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের পরই সেখানকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা করে নয়াদিল্লি৷ আর সেজন্যই এয়ারলিফট করে উপত্যকায় বাড়তি ৮ হাজার আধাসেনা পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক৷ বায়ুসেনার সি-১৭ বিমানে করে বাড়তি ওই সেনাকে ইতিমধ্যে উপত্যকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়৷ উত্তরপ্রদেশ, ওড়িশা, অসম ও দেশের আরও কয়েকটি প্রান্ত থেকে আধাসেনা পাঠান হয় উপত্যকায়৷ সশরীরে সেখানে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ দিল্লিতেই থাকতে বলা হয়েছে সেনাপ্রধান বিপিন রাওয়াতকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement