সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমফানের স্মৃতি এখনও টাটকা। বাংলা, ওড়িশার জেলাগুলি ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন বহন করে নিয়ে চলেছে। এর মধ্যেই ফের খারাপ খবর। ধেয়ে আসছে আরও এক ঝড়। যার গতি হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার। ৩ জুন সন্ধে থেকে তাণ্ডব চালাতে পারে সেই ঘূর্ণিঝড় ‘হাইকা’। আর সেই প্রকৃতির রোষে ব্যাপক ক্ষতি হতে পারে গুজরাট ও মহারাষ্ট্রের। এদিকে কলকাতাতেও বইতে পারে ঝোড়ো হাওয়া।
দেশের পশ্চিম প্রান্তে বড়সড় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আরব সাগরের গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। আর তাই রেড অ্যালার্ট গুজরাটে সতর্কতা জারি করেছে মৌসম ভবন। মনে করা হচ্ছে ১ জুন থেকে ৩ জুনের মধ্যে উপকূলীয় এলাকায় প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় হাইকা। গুজরাটের দ্বারকা ও পাশের অঞ্চলগুলিতে বিশাল শক্তি নিয়ে তাণ্ডব চালাবে সে। প্রভাব পড়তে পারে মহারাষ্ট্রের উপকূলেও। করোনা বিধ্বস্ত দুই রাজ্যই এই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কাঁটা হয়ে রয়েছে।
পাশাপাশি, আগামী ৫ দিনের কলকাতায় রয়েছে ঝড়ের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় সোমবার ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। মঙ্গলবার ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় বইতে পারে। এমনকী, ৪ জুন পর্যন্ত ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সঙ্গে থাকবে বৃষ্টি।
মৌসম ভবন জানিয়েছে, এবার দেশে বর্ষা ঢুকবে সঠিক সময়ে। স্বাভাবিক সময়ে হবে বৃষ্টি। ফলে চাষবাসে সুবিধা হবে। কিন্তু তার আগে পরপর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বড়সড় ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। যা নিসন্দেহে সরকারের উপরও চাপ বাড়াচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.