Advertisement
Advertisement

Breaking News

অনাহার

বায়োমেট্রিক অচল দীর্ঘদিন, রেশন না পেয়ে অনাহারে মৃত ঝাড়খণ্ডের বৃদ্ধ

অনাহারে মৃত্যুর বিষয়টি মানতে চায়নি প্রশাসন।

After 65-yr-old starves to death in Jharkhand, authorities release cereal
Published by: Soumya Mukherjee
  • Posted:June 7, 2019 9:31 pm
  • Updated:June 7, 2019 9:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেশন দোকানে থাকা বায়োমেট্রিক মেশিন অচল হয়ে পড়ে ছিল। তাই তিনমাস জোটেনি রেশন। এর ফলে অনাহারে মৃত্যু হল ৬৫ বছরের এক বৃদ্ধের। মৃতের নাম রামচন্দ্র মুন্ডা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লাতেহার জেলায়। আর এই ঘটনার পর মৃতের বাড়িতে হাজির হয়ে ৫০ কেজি শস্য ও দু’হাজার টাকা তুলে দিয়েছে স্থানীয় প্রশাসন।

[আরও পড়ুন- একবছরে নিকেশ ১০৩ জন জঙ্গি, উপত্যকায় কমছে সন্ত্রাস]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামচন্দ্র মুন্ডার পরিবার যে রেশন দোকানে যেতেন সেখানকার বায়োমেট্রিক মেশিন তিনমাস ধরে অচল। তাই রেশন পাচ্ছিলেন না তাঁরা। প্রথম কিছুদিন এদিক-ওদিক থেকে খাবার জোগাড় করে খেলেও পরে তা বন্ধ হয়ে যায়। এর জেরে কয়েকদিন ধরে অনাহারেই ছিল ওই পরিবার। এপ্রসঙ্গে মৃতের মেয়ে বলেন, “গত তিনমাস ধরে রেশন জোটেনি আমাদের। আর এর ফলে গত চারদিন ধরে কিছু পেটে পড়েনি আমার বাবার।” রামচন্দ্রের স্ত্রী চামরি দেবীও তাঁর স্বামীর অনাহারে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন।

Advertisement

[আরও পড়ুন- মন্দিরের সোপান! অযোধ্যায় রামের মূর্তি উন্মোচন যোগী আদিত্যনাথের]

যদিও অনাহারে মৃত্যুর বিষয়টি এখনও স্বীকার করতে চাইছে না স্থানীয় প্রশাসন। এপ্রসঙ্গে লাতেহারের মহকুমা শাসক সুধীর কুমার বলেন, “ওই বৃদ্ধের যে অনাহারেই মৃত্যু হয়েছে তা এখনও প্রমাণিত হয়নি। তাই এবিষয়ে এখনই কিছু বলতে পারব না। তবে ওই বৃদ্ধ আয়ুষ্মান ভারত যোজনা, রেশন ও পেনশন-সহ সব সুবিধাই পেতেন। ওই এলাকায় কোনও ইন্টারনেট কানেকশন নেই। তাই আমরা অফলাইনের মাধ্যমে ওখানে কাজ চালানোর চেষ্টা করছি।”

গত বুধবার রামচন্দ্রের পরিবারের সমস্যার কথা স্থানীয় এমএনআরইজিএ সহায়তা কেন্দ্রে জানিয়েছিলেন জনা কয়েক গ্রামবাসী। এরপরই এই ঘটনা ঘটে যায়। শুক্রবার রামচন্দ্রের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে পৌঁছান স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। তারপর তাঁর পরিবারের হাতে ৫০ কেজি খাদ্যশস্য ও রামচন্দ্রের শেষকৃত্যের জন্য ২ হাজার টাকা তুলে দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement