Advertisement
Advertisement

Breaking News

মোবাইলের পর এবারে ব্রডব্যান্ডের দুনিয়া কাঁপাবে ‘জিও’

দেশের প্রায় ৯০০ শহর ও শহরতলিতে ফাইবার বেসড ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা আনছে মুকেশ আম্বানির কোম্পানি৷

After 4G, Now JIO Plans To Launch 1Gbps Fibre-to-Home Broadband
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2016 12:11 pm
  • Updated:September 6, 2016 12:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইল পরিষেবার বাজারে ‘জিও’ সুনামি আনার পর এবারে ব্রডব্যান্ডেও থাবা বসাতে চলেছে রিলায়েন্স জিও৷ দেশের প্রায় ৯০০ শহর ও শহরতলির ঘরে ঘরে ফাইবার বেসড ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা (FTTH) আনতে চলেছে মুকেশ আম্বানির কোম্পানি৷

ফাইবার অপটিক ব্রডব্যান্ড সাধারণত “ফাইবার” নামেই পরিচিত৷ যাতে প্রচলিত কপার তার বা কো-অক্সিয়াল কেবলের তুলনায় অনেক দ্রুত গতিতে ডাটা আদান-প্রদান করে থাকে৷ ফাইবার অপটিক কেবল সাধারণত ডাটা পরিবহণের লাইট সিগনাল বা আলোক তরঙ্গ ব্যবহার করে থাকে৷ তাই এটি তুলনামূলকভাবে অনেক বেশি দ্রুতগতি সম্পন্ন৷

Advertisement

নতুন এই নেটওয়ার্ক সার্ভিসের নাম দেওয়া হয়েছে ‘রিলায়েন্স জিও গিগা ফাইবার’৷ শোনা গিয়েছে মুম্বই-পুনের কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা শুরু করে দিয়েছে রিলায়েন্স৷ কয়েকটি কোম্পানির সঙ্গেও 1Gbps-এর এই নতুন প্ল্যান সরবরাহের চুক্তিও হয়ে গিয়েছে৷

৫০০ টাকা থেকে শুরু হবে রিলায়েন্সের এই নতুন ফাইবার বেসড ব্রডব্যান্ড প্ল্যান৷ যাতে উপভোক্তারা জিও টিভি, জিও মিউজিক, জিও সিনেমা সবই দেখতে পাবেন IPTV সেট টপ বক্সের মাধ্যমে৷ লঞ্চ হওয়ার পর ভারতের সবচেয়ে বড় ফাইবার বেসড ব্রডব্যান্ড নেটওয়ার্ক হবে ‘রিলায়েন্স জিও গিগা ফাইবার’৷ বর্তমানে সবচেয়ে বেশি ফাইবার বেসড নেটওয়ার্ক রয়েছে এয়ারটেলের৷ সারা ভারতে মোট ৯০টি শহরে ছড়িয়ে রয়েছে এই পরিষেবা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement