Advertisement
Advertisement

Breaking News

চারবারের বেশি এটিএম থেকে টাকা তুলেছেন? জেনে রাখুন এই নয়া নিয়ম

জানেন আপনার খেসারত কতটা বাড়ল?

After 4 Free Cash Transactions A Month banks will charge Rs. 150 per transaction
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 2, 2017 4:39 am
  • Updated:August 17, 2021 3:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটিএম থেকে বারবার টাকা তোলার আগে এবার দু’বার ভাবতে হবে বেসরকারি ব্যাঙ্কের গ্রাহকদের৷ কারণ ৪ বারের বেশি টাকা তুলতে এবার থেকে একটু বেশিই খেসারত দিতে হবে তাঁদের৷ আকাউন্ট থেকে কেটে নেওয়া হবে ১৫০ টাকা৷ এমনই ব্যবস্থা চালু করল এইচডিএফসি, আইসিআইসিআই ও অ্যাক্সিসের মতো বেসরকারি ব্যাঙ্কগুলি৷ সেভিংস ও স্যালারি দুই ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য বলে জানা গিয়েছে৷

পুরনো ১ টাকার নোট আছে? তাহলেই পকেটে আসতে পারে ১ লক্ষ টাকা

Advertisement

শুধু তাই নয়, থার্ড পার্টি ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও টাকা তোলার উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে৷ একদিনে ২৫,০০০ টাকাই তোলা যাবে৷ টাকা কাটা হবে নগদ লেনদেনের ক্ষেত্রেও৷ আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে নিজস্ব শাখায় ৪ বার টাকা জমা ও তোলার ক্ষেত্রে কোনও টাকা লাগবে না৷ আবার অন্য শাখায় টাকা জমা-তোলার ক্ষেত্রে প্রথমবারে কোনও টাকা নেওয়া হবে না৷ কিন্তু তারপর থেকেই প্রতি হাজার টাকায় ৫ টাকা করে কাটা হবে৷ আর এভাবে ১৫০ টাকা পর্যন্তই অতিরিক্ত চার্জ কাটা যাবে৷ অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে প্রথম ৪ বার নগদ জমা-তোলা কিংবা একেবারে ১০ লক্ষ টাকা জমা-তোলায় কোনও চার্জ লাগবে না৷ তারপর একই নিয়ম প্রযোজ্য হবে৷ আর নগদের ক্ষেত্রে থার্ড পার্টি ট্রানজ্যাকশন করা যাবে ৫০,০০০ টাকা পর্যন্ত৷

OMG! মন্দিরের সিসিটিভিতে ধরা পড়ল সাঁইবাবার অবয়ব!

কেন এই নিয়ম? এই প্রশ্নের উত্তরে ব্যাঙ্কগুলির যুক্তি, মানুষকে নগদহীন ও অনলাইন লেনদেনের জন্য উদ্বুদ্ধ করতেই এই সিদ্ধান্ত৷

নিজের তৈরি সন্ত্রাসের দৈত্য গ্রাস করছে পাকিস্তানকে, রাষ্ট্রসংঘে সরব ভারত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement