Advertisement
Advertisement

Breaking News

Ahmedabad

২২ বছর অপেক্ষা, বাবার খুনিকে একইভাবে হত্যা! তদন্তে হতবাক পুলিশ

ঘটনাটির তদন্ত করতে গিয়ে চমকপ্রদ তথ্য পায় পুলিশ।

After 22 year wait,man mows down fathers murderer in Ahmedabad

প্রতীকী ছবি।

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 5, 2024 9:53 am
  • Updated:October 5, 2024 9:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার খুনের প্রতিশোধ নিতে ২২ বছর অপেক্ষা করেছেন গুজরাটের আমেদাবাদের গোপাল সিং ভাটি। অবশেষে আমেদাবাদের বোদাকদেভ এলাকায় বাবার খুনিকে একইভাবে হত্যা করলেন ৩০ বছরের এই যুবক! জানা গিয়েছে, গোপালের বাবাকে যখন হত্যা করা হয় তখন তাঁর বয়স ছিল মাত্র আট বছর। খুনিদের সম্পর্কে গল্প শুনে শুনেই বড় হয়েছেন তিনি। সেই প্রতিশোধের আগুনে জ্বলছিলেন গোপাল। 

পুলিশ সূত্রে খবর, গোপালের বাবার খুনি নাখাত সিং ভাটির বয়স বর্তমানে ৫০। আমেদাবাদের থালতেজ এলাকার একটি আবাসিক কলোনিতে নিরাপত্তারক্ষীর কাজ করতেন তিনি। গত মঙ্গলবার বিকেলে যখন একটি পিকআপ ট্রাক তাঁকে চাপা দেয় তখন তিনি সাইকেল চালাচ্ছিলেন। প্রাথমিকভাবে নাখাতের মৃত্যুকে সকলে দুর্ঘটনা বলে ধারণা করেছিল। কিন্তু নাখাতকে চাপা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত গোপাল। পরে কিছু দূর এগিয়ে যাওয়ার পর তাঁকে পুলিশ আটক করে। তবে ঘটনাটি তদন্ত করতে গিয়ে চমকপ্রদ তথ্য পায় পুলিশ। ঘটনাস্থলের কাছাকাছি অবস্থানে থাকা একটি সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা বুঝতে পারেন, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।

Advertisement

এই ঘটনা নিয়ে স্থানীয় ট্রাফিকের পরিদর্শক এস এ গোহিল জানান, ২০০২ সালে রাজস্থানের জয়সলমেরে একটি ট্রাকের চাপায় নিহত হয়েছিলেন গোপালের বাবা হরি সিং ভাটি। পরে প্রমাণ হয় হরির মৃত্যু কোনও দুর্ঘটনায় নয়, বরং খুন। এই হত্যাকাণ্ডে নাখাত ও তাঁর চার ভাইকে সাত বছরের কারাদণ্ডও দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, গোপাল গত সপ্তাহে বানাসকাঁথার একটি গ্রাম থেকে আট লক্ষ টাকায় পিকআপ ট্রাকটি কিনেছিলেন। এর মধ্যে ১ লক্ষ ২৫ হাজার টাকা নগদে দেন, বাকি টাকা ব্যাঙ্ক থেকে লোন করেছিলেন তিনি। নতুন ট্রাক কেনার পর থেকে নাখাত সিং ভাটি যে এলাকায় থাকতেন সেখানে ঘন ঘন যাতায়াত করছিলেন গোপাল।

গোহিল আরও জানান, নাখাত ও গোপাল উভয়ই জয়সলমের এলাকার। তাঁদের মধ্যে পারিবারিক শত্রুতা দীর্ঘদিনের। এমনকী, তাঁরা যে দুটি গ্রামে বাস করেন সেই গ্রাম দুটির মধ্যে শত্রুতার দীর্ঘ ইতিহাস রয়েছে। এক গ্রামের মানুষ আর এক গ্রামের সঙ্গে কথা বলে না। গ্রাম দুটির মধ্যে বেশ কয়েকবার সমঝোতার চেষ্টা করা হলেও প্রতিবার তা ব্যর্থ হয়েছে। গোপালের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement