Advertisement
Advertisement

১৫ দিনে ডাকঘরে জমা প্রায় ৩৩ হাজার কোটি পুরনো নোট

নোট বদল করা হয়েছে ৩,৬৮০ কোটি টাকার৷

After 15 days of demonetisation post office gets almost 33,000 crore
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 28, 2016 9:38 am
  • Updated:November 28, 2016 9:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৩৩ হাজার কোটির পুরনো নোট ১৫ দিনে জমা পড়ল ডাকঘরগুলিতে৷ এমনটাই জানিয়েছেন ডাক বিভাগের সচিব বি ভি সুধাকর৷ তাঁর কথায়, কেন্দ্র ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর এ পর্যন্ত দেশের প্রায় ১.৫৫ লক্ষ পোস্ট অফিসে ৩২,৬৩১ কোটি টাকা জমা পড়েছে৷ পাশাপাশি, নভেম্বরের ১০ থেকে ২৪ তারিখ পর্যন্ত  ডাকঘরগুলিতে ৩,৬৮০ কোটি টাকার পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করা হয়েছে৷

৮ তারিখ নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার একদিন পর ১০ নভেম্বর থেকে ব্যাঙ্কের সঙ্গে ডাকঘরগুলিতেও পুরনো টাকা জমা ও বদলের কাজ শুরু হয়৷ ব্যাঙ্কের মতো সেখানেও লোকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পুরনো নোট জমা ও বাতিল করেছেন৷ ডাকঘরে কোনও সেভিংস অ্যাকাউণ্ট নেই, এমন ক্ষেত্রেও সকলকে পুরনো নোট বদলে নতুন নোট দেওয়া হয়েছে৷ সংবাদ সংস্থাসূত্রে খবর, ১০ থেকে ২৪ নভেম্বর ৩,৬৮০ টাকা মুদ্রামানের ৫৭৮ লাখ নোট বদল করা হয়েছে ডাকঘরে৷ অন্যদিকে, এই সময়ে ডাকঘরে জমা হয়েছে পুরনো নোটে ৩২,৬৩১ কোটি টাকা৷

Advertisement

সুধাকর জানিয়েছেন, নোট বদল ও জমায় দেশের ১ লক্ষ ৫৫ হাজার ডাকঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ এর মধ্যে ১ লক্ষ ৩০ হাজার ডাকঘর গ্রামাঞ্চলে এবং বাকি ২৫ হাজার শহর ও আধা-শহর এলাকায়৷ উল্লেখিত সময়ে ডাকঘর থেকে তোলাও হয়েছে ৫,৫৮৩ কোটি টাকা৷ ২৪ তারিখের পর অবশ্য সরকারি নির্দেশে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ৫০০ ও ১০০০ টাকার নোট সরাসরি বদল বন্ধ হয়ে গিয়েছে৷ ৩০ ডিসেম্বর পর্যন্ত কেবল ব্যাঙ্ক অ্যাকাউণ্টে পুরনো নোট জমা করা যাবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement