Advertisement
Advertisement
Kerala

কেরলে বর্ণবিদ্বেষের স্বীকার আফ্রিকান ফুটবলার! খেলার মাঠেই বেধড়ক মার

হেনস্তার স্বীকার আইভরি কোস্টের ফুটবলার।

African footballer beaten, racially abused in Kerala
Published by: Kishore Ghosh
  • Posted:March 14, 2024 10:49 am
  • Updated:March 14, 2024 11:35 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে ফুটবল মাঠে জনতার আক্রোশের স্বীকার হলেন এক আফ্রিকান ফুটবলার। আইভরি কোস্টের নাগরিক ওই যুবককে তাড়া করে ধরে বেধড়ক মারধর করল একদল দর্শক। খেলার মাঠে চরম হেনস্তার স্বীকার যুবকের দাবি, ক্ষিপ্ত জনতা তাঁকে ছাপার অযোগ্য ভাষায় গালমন্দ করেছে, এমনকী বর্ণবিদ্বেষমূলক মন্তব্যও করা হয় তাঁর বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আফ্রিকান ফুটবলারের মার খাওয়ার ভিডিও। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।

ঘটনাটি কেরলের (Kerala) মালাপ্পুরামের। সেখানে জনপ্রিয় ‘সেভেন ফুটবল টুর্নামেন্ট’ চলছিল। নির্যাতিত আফ্রিকান ফুটবলারের নাম দাইররাসুবা হাসানে জুনিয়র। তিনি স্থানীয় জওহর মাভুর ক্লাবের হয়ে খেলছিলেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, নীল টিশার্ট পরা জুনিয়র ভিড়ের মধ্যে ছুটছেন। এক সময় বিপক্ষ ক্লাবের ক্ষিপ্ত সমর্থকরা ধরে ফেলে তাঁকে। এর পরেই এলোপাথাড়ি কিল-চড়-ঘুসি পড়তে থাকে আইভরি কোস্টের ফুটবলারের উপরে। সাদা টিশার্ট পরা একজনকে দেখা গিয়েছে, যিনি যুবককে ক্ষিপ্ত জনতার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছেন।

Advertisement

 

[আরও পড়ুন: ‘টাকা নেই, ভোটে লড়ব কীভাবে’, বলছেন আয়কর হানায় জেরবার কংগ্রেস সভাপতি]

পরে আহত ফুটবলার থানায় অভিযোগ দায়ের করেন। সেখানে দাবি করেছেন, কর্নার পেয়েছিল তাঁর দল। কর্নার নিতে যাচ্ছিলেন তখনই তার উপর হামলা হয়। মারধরের পাশাপাশি পাথর ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে, এমনকী বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়। প্রত্যক্ষদর্শী এক দর্শক দাবি করেছেন, ওই ফুটবলার বিপক্ষ দলের একজনকে লাথি মারার পরেই গোলমাল শুরু হয়েছিল।

 

[আরও পড়ুন: রাজ্যপালের মুখেও ‘মোদিজি কি গ্যারান্টি’! ‘বিজেপির লোক’ খোঁচা তৃণমূলের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement