সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে ফের দূতাবাস খুলতে চলেছে আফগানিস্তান। কয়েকদিন আগেই আফগান সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, দিল্লির আফগান দূতাবাস পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মনে করা হয়েছিল ভারতের সঙ্গে কাবুলের দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত শেষ। কিন্তু এবার দুদেশের সম্পর্কের জটিলতায় ইতি টানতে উদ্যোগী হয়েছে তালিবান।
বুধবার তালিবানের বিদেশমন্ত্রকের ডেপুটি পলিটিক্যাল মিনিস্টার শের মহম্মদ আব্বাস স্তানিকজাই জানায়, “ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।” এবিষয়ে এক্স হ্যান্ডেলে আব্বাস স্তানিকজাইয়ের মন্তব্য, ‘তালিবান সরকার আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগ নিয়েছে। আমরা আমাদের নীতিগত অবস্থানে জোর দিচ্ছি। তালিবান ভারতীয়দের প্রতি কৃতজ্ঞ। আমরা ভারত সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যেন আফগান ছাত্রছাত্রী, রোগী এবং ব্যবসায়ীদের সাহায্য করা হয়। ভিসার সময়সীমা বাড়ানো হয়।’
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর আফগান দূতাবাসের (Afghanistan Embassy) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, “তালিবানের চাপ ও ভারত সরকারের ক্রমাগত অসহযোগিতার কারণেই ২৩ নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হল দিল্লির আফগান দূতাবাস। গত ৩০ সেপ্টেম্বর থেকেই দূতাবাসের সব কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। আশা ছিল এই সিদ্ধান্তের পর ভারত সরকার আফগান দূতাবাসকে সাহায্য করবে।”
বিবৃতিতে আরও বলা হয়, দিল্লির আফগান দূতাবাসের দখল নিতে ক্রমাগত চাপ বাড়িয়ে গিয়েছে তালিবান। তাই বাধ্য হয়েই পাকাপাকিভাবে দূতাবাস বন্ধ করা হল। তাৎপর্যপূর্ণ ভাবে, তালিবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি দিল্লি। তবুও তালিবানের পক্ষ থেকেই ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়ানো হল। কিন্তু ভারত কতটা তালিবানের প্রতি নমনীয় হবে তাই নিয়েই প্রশ্ন উঠছে কূটনৈতিক মহলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.