Advertisement
Advertisement

Breaking News

Pinaka

আরও শক্তিশালী ভারতের অস্ত্র ভাণ্ডার, পিনাকা মিসাইলের উন্নত সংস্করণের উৎক্ষেপণ সফল

লক্ষ্যে আঘাত হানতে ছোঁড়া হল ৬টি রকেট।

Bengali news: Advanced version of Pinaka Rocket System successfully test-fired | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 4, 2020 10:09 pm
  • Updated:November 4, 2020 10:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের সঙ্গে একের পর এক বৈঠক হয়ে যাচ্ছে। কিন্তু পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনা কমার কোনও লক্ষ্মণ নেই। এমন অবস্থায় নিজেদের অস্ত্রভাণ্ডারকে সুসজ্জিত করছে ভারত। তাঁদের সেই ভাণ্ডারের নতুন তুরূপের তাস হল পিনাকা মিসাইলের (Pinaka Missile) নতুন সংস্করণ। বুধবার সেই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়।

সম্প্রতি একের পর এক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করছে ডিআরডিও। কখনও সুপারসনিক কখনও আবার হাইপার সুপারসনিক। বিদেশ থেকে আমদানি হচ্ছে নতুন অস্ত্রের। এদিনই দেশের মাটি ছুঁয়েছে আর তিন রাফালে জেট। আবার একইদিনে ওড়িশার চাঁদিপুর উপকূল থেকে পিনাক মিসাইল সিস্টেমের একটি উন্নত সংস্করণের সফল পরীক্ষা করে ডিআরডিও। সেখানকার ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে পর পর ছ’টি রকেট ছোড়া হয় বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। রকেটগুলির সবকটিই নির্দিষ্ট লক্ষ্যে আঘাতও করে। অর্থাৎ সফল হয় পরীক্ষামূলক উৎক্ষেপণ।

Advertisement

[আরও পড়ুন : ভারতের মাটি ছুঁল আরও তিনটি রাফালে যুদ্ধবিমান, চিন্তার ভাঁজ শত্রুদের কপালে]

ডিআরওডি-র তরফ জানানো হয়েছে, এদিন রকেটগুলির রেডার ও ইলেক্ট্রো অপটিক্যাল ট্রাকিং সিস্টেমে পরীক্ষা করে তাদের কার্যক্ষমতা পরীক্ষা করা হয়। ভারতের হাতে রয়েছে পিনাক এমকে-১ রকেট। উল্লেখ্য, ভারতীয় প্রযুক্তিতে তৈরি হওয়া এই পিনাক হল ফ্রি ফ্লাইট অ্যাটিলারি রকেট সিস্টেম।

এর বিশেষ বৈশিষ্ট্যগুলি হল

  • পাল্লা ৩৭.৫ কিলোমিটার।
  • পিনাক রকেট ছোড়া হয় এই সিস্টেমের একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার থেকে।
  • মাত্র ৪৪ সেকেন্ডে ১২টি রকেট ছুড়তে পারে এই সিস্টেম।
  • এটি তৈরি হয়েছে ডিআরডিও-র পুনের ল্যাবে।
  • এবছর সেপ্টেম্বর মাসেই পিনাক রকেট উৎপাদন শুরু করেছে ডিরেক্টরেট জেনারেল অব কোয়ালিটা অ্যাসুরেন্স।

[আরও পড়ুন : হার মানল সিনেমা! অপহৃত হওয়ার গল্প ফেঁদে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চাইল নাইনের পড়ুয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement