সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের সঙ্গে একের পর এক বৈঠক হয়ে যাচ্ছে। কিন্তু পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনা কমার কোনও লক্ষ্মণ নেই। এমন অবস্থায় নিজেদের অস্ত্রভাণ্ডারকে সুসজ্জিত করছে ভারত। তাঁদের সেই ভাণ্ডারের নতুন তুরূপের তাস হল পিনাকা মিসাইলের (Pinaka Missile) নতুন সংস্করণ। বুধবার সেই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়।
সম্প্রতি একের পর এক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করছে ডিআরডিও। কখনও সুপারসনিক কখনও আবার হাইপার সুপারসনিক। বিদেশ থেকে আমদানি হচ্ছে নতুন অস্ত্রের। এদিনই দেশের মাটি ছুঁয়েছে আর তিন রাফালে জেট। আবার একইদিনে ওড়িশার চাঁদিপুর উপকূল থেকে পিনাক মিসাইল সিস্টেমের একটি উন্নত সংস্করণের সফল পরীক্ষা করে ডিআরডিও। সেখানকার ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে পর পর ছ’টি রকেট ছোড়া হয় বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। রকেটগুলির সবকটিই নির্দিষ্ট লক্ষ্যে আঘাতও করে। অর্থাৎ সফল হয় পরীক্ষামূলক উৎক্ষেপণ।
All the flight articles were tracked by range instruments such as telemetry, radar & Electro-Optical Tracking Systems which confirmed the flight performance.
Enhanced version of the Pinaka rocket would replace the existing Pinaka Mk-I rockets which are currently under production. https://t.co/w8hTzwFjSN— ANI (@ANI) November 4, 2020
ডিআরওডি-র তরফ জানানো হয়েছে, এদিন রকেটগুলির রেডার ও ইলেক্ট্রো অপটিক্যাল ট্রাকিং সিস্টেমে পরীক্ষা করে তাদের কার্যক্ষমতা পরীক্ষা করা হয়। ভারতের হাতে রয়েছে পিনাক এমকে-১ রকেট। উল্লেখ্য, ভারতীয় প্রযুক্তিতে তৈরি হওয়া এই পিনাক হল ফ্রি ফ্লাইট অ্যাটিলারি রকেট সিস্টেম।
এর বিশেষ বৈশিষ্ট্যগুলি হল
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.