Advertisement
Advertisement

Breaking News

সতর্কবাণী পারল না, সিগারেট বিক্রি কমাল নোট বাতিল

কেবল কালো টাকা নয়, মোদির সার্জিক্যাল স্ট্রাইক দূর করছে বদ অভ্যাসও৷

Ads failed, but cash crunch cuts cigarette sales

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 22, 2016 4:47 pm
  • Updated:November 22, 2016 4:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা রুখতে মোদির সার্জিক্যাল স্ট্রাইক আম আদমির জীবনে টাকার ঘাটতি সৃষ্টি করার পাশাপাশি অন্য এক ক্ষেত্রে বিশেষ সমস্যা ডেকে এনেছে৷

শোনা যাচ্ছে, নোটের ঘাটতির কারণে নাকি সিগারেট বিক্রির পরিমাণ এক ধাক্কায় ৪০% কমে গিয়েছে৷ এমন তথ্য দিচ্ছেন খোদ সিগারেট-পান বিক্রেতারা৷ তাঁরা জানিয়েছেন, মোদির সার্জিক্যাল স্ট্রাইকের পরেই নাকি সিগারেট বিক্রি কমে গিয়েছে এক ধাক্কায় অনেকটাই৷ কিষণ কুমার নামের এক পান-সিগারেট বিক্রেতা জানিয়েছেন, “৫০০, ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ার ঘটনার পর থেকে চারদিন পর্যন্ত কোনও সিগারেট বিক্রি হয়নি তাঁর দোকানে৷ কম করে ৪০% সিগারেট বিক্রি কমে গিয়েছে এক ধাক্কায়৷”

Advertisement

বিক্রেতাদের দাবি, সিগারেট বিরোধী বিজ্ঞাপন যে কাজ এতদিন করতে পারেনি সেই কাজই করে দেখিয়েছে কালো টাকার বিরুদ্ধে মোদির সার্জিক্যাল স্ট্রাইক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement